Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনা কর্তনে মুক্তির অনুমতি পেল ‘নদীর জলে শাপলা ভাসে’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১১:২৯ এএম

বিনা কর্তনে মুক্তির অনুমতি পেল আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা অভিনীত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমা। রোববার (২৩ জানুয়ারি) সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে সেন্সরপত্র পায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করছেন সিনেমাটির পরিচালক মেহেদী হাসান।

সিনেমাটি গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনি তৈরি করা হয়েছে। বর্তমান সময়ে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় তাদের চাহিদা অনুযায়ী এ সিনেমাটি নির্মাণ করেছি। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ভালো অভিনয় করেছেন।’

অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, ‘প্রথমেই ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যদের। সুন্দর একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এ চলচ্চিত্রটি। আশা করি মুক্তি পেলে দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবেন।’

চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, ‘একটি হৃদয়বিদারক গল্প। এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলাম। গ্রামের সহজ-সরল মাঝির বউ আমি। গতানুগতিক গল্পের বাইরে ব্যতিক্রম মৌলিক গল্পের সিনেমা এটি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

মেহেদী হাসান পরিচালিত এ সিনেমায় আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকা রউফ, সব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।

জানা গেছে, খুব শিগগিরই এ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে একযোগে দেশের বিভিন্ন সিনেমা হলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ