Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তপুর সফল অস্ত্রোপচার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২২, ৭:৪৩ পিএম | আপডেট : ১০:২২ পিএম, ২৪ জানুয়ারি, ২০২২

জাতীয় ফুটবল দল ও বসুন্ধরা কিংসের তারকা ডিফেন্ডার তপু বর্মণের হাঁটুতে সফল অস্ত্রোপচার শেষ হয়েছে। সোমবার সকাল সোয়া ৮ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে প্রায় সোয়া তিন ঘণ্টার এই অস্ত্রোপচার শেষ হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি স্বাভাবিক অবস্থায় রয়েছেন। তপুর সঙ্গে থাকা বসুন্ধরা কিংসের ফিজিও আবু সুফিয়ান সরকার কাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ (সোমবার) সকালে শুরু হয় অস্ত্রোপচার। সফল হয়েছে তপুর অস্ত্রোপচার। হাসপাতালে এক সপ্তাহের মতো থাকতে হবে তাকে। এরপর হয়তো আমরা দেশে ফিরে যেতে পারবো। ঢাকায় ফিরে এক মাস তপুকে স্ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হবে। এক মাস পর সে স্বাভাবিকভাবে হাঁটাচলার চেষ্টা করবে। পরবর্তীতে ফের মুম্বাইয়ে এই চিকিৎসকের কাছে ফলোআপের জন্য আসতে হবে।’

 



 

Show all comments
  • Sayed Muktadir Hossain ২৪ জানুয়ারি, ২০২২, ৭:৫২ পিএম says : 0
    Topu Barman is a gteat player for Bangladesh
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ