Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে পরীক্ষা বন্ধ না করার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ৩:৫৬ পিএম

চলমান পরীক্ষাগুলো নেয়ার ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ করে কলেজ পড়ুয়া রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১ টায় রাজশাহী জিরোপয়েন্টে বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে শত শত শিক্ষার্থী এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয়। শিক্ষার্থীরা জানান,স্বাস্থ্যবিধি মেনে দেশে সব কিছুই যদি চলতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে পরীক্ষা নেওয়া যেতে পারে। তারা আরো জানান, বার বার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে ভবিষৎ নিয়ে সংকিত। অবিল্মবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে চলমান পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয় মানবন্ধন থেকে।

অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা রবিবার সকাল ১০ টায় রাজশাহী জিরো পয়েন্টের রাস্তায় প্রতির্কী পরীক্ষায় অংশ গ্রহণ করার ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ