Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে মামুনুল হকের মুক্তির দাবীতে লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ৯:১৫ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক মানববন্ধন কর্মসূচী সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা শাহনুর মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে শাখার সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ, বিশিষ্ট সংগঠক মাওলানা মো: শাহজাহান, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব আলহাজ মাষ্টার আমির উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন, কমিটি এক্টিভিস্ট আলহাজ নুর বক্স, বিশিষ্ট মুরব্বী আলহাজ সৈয়দ রফিকুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, সহ-সভাপতি হাফিজ শহির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আল আমিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান আহমদ হামিদী। উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী লিয়াকত সরকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহমুদুর রহমান, সাংবাদিক সৈয়দ জহিরুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান, আলহাজ্ব বদরুল ইসলামসহ আরও শতাধিক ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মানুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা জুনাইদ আল হাবিব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মুফতি মনির হোসেন কাসেমী, মাওলানা এহছানুল হক সহ কারাগারে বন্দি সকল উলামায়ে কেরাম রাজনৈতিক নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তির দাবি জানান।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাস জীবন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ