Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাহনীর মাঠে ক্যাবরেরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২২, ৮:৪৫ পিএম

জাতীয় ফুটবল দলের কোনও অ্যাসাইমেন্ট নেই। তাই কাজও নেই বাংলাদেশের নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগের নির্ধারিত সফর হিসেবে শুক্রবার বিকালে ধানমন্ডিস্থ ঢাকা আবাহনী লিমিটেডের মাঠে ছুটে যান তিনি। সেখানে পর্তুগিজ কোচ মারিও লেমোসের অধীনে আবাহনীর ফুটবলারদের অনুশীলন দেখেন ক্যাবরেরা। আলাপ-আলোচনা করেন আবাহনীর কোচিং স্টাফ, খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গেও। জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্বগ্রহণের পর এটাই ক্যাবরেরার প্রথন আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ। আবাহনী ক্লাবের অবকাঠামো ও অনুশীলন দেখে এই স্প্যানিশ কোচ খুশি হয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের চ্যাম্পিয়ন একটি ক্লাব পরিদর্শন করতে পেরে ভালো লাগছে। ক্লাবটি বেশ সুন্দর ও অনুশীলন সুবিধাও ভালো। ভালো সময়ই কাটল এখানে এসে।’ তবে ভবিষ্যত শিষ্যদের জন্য বিশেষ কোনো টিপস বা পরামর্শ ছিল না,‘আমি বিশেষ কিছু বলিনি। পরিচিত হলাম, কুশল বিনিময় হল।’ ফুটবলারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নই নাকি লক্ষ্য এই কোচের। তার কথায়,‘এই ফুটবলাররাই জাতীয় দলে খেলবে। তাদের সঙ্গে আমার সম্পর্ক উন্নয়ন করতে চাই। তাই ক্লাবে ক্লাবে পরিদর্শন খুব ভালো একটি উদ্যোগ।’

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়াকে আগে থেকেই চেনেন হ্যাভিয়ের ক্যাবরেরা। জামালের নেতৃত্ব গুণের প্রশংসাও করলেন তিনি, ‘জামাল ভূঁইয়া, তারিক কাজীকে আমি চিনি। বিশেষ করে জামালের নেতৃত্ব গুণ খুবই ভালো।’ বাংলাদেশকে হাই পারফরম্যান্স দলে পরিণত করার ইচ্ছে রয়েছে নতুন কোচের। তিনি বলেন, ‘আমি শূন্য থেকেই শুরু করব। একটি দলে বিভিন্ন প্যারামিটার থাকে। সেগুলো ধীরে ধীরে তৈরি করব। হাই পারফরম্যান্স দল গঠনের জন্য মেডিকেল, সফটওয়্যারসহ বিভিন্ন বিষয়ের সমন্বয় প্রয়োজন।’ আবাহনী ক্লাব পরিদর্শনের সময় ক্যাবরেরার সঙ্গে ছিলেন আবাহনীর ফুটবল ম্যানেজার ও বাফুফের সদস্য সত্যজিত দাশ রুপু। তিনি কাবরেরার এই সফর সম্পর্কে বলেন, ‘ নতুন কোচ লিগ শুরুর আগে ক্লাবগুলো পরিদর্শন করে খেলোয়াড় ও ক্লাব সংস্কৃতির একটি ধারণা পাবে। ৩ ফেব্রুয়ারি থেকে লিগ শুরু হলে তিনি বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলা দেখবেন। যা জাতীয় দল গঠনে তার সহায়ক হবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ