Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী পাউবোর সম্মিলিত ঠিকাদার সমিতির বিক্ষোভ সমাবেশ

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ৬:৩৭ পিএম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী’র উপর (ডিইও) কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী এবং উপ-সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মচারীদের সাথে অসাদচরন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান ও (ডিইও) কামরুল হাসান দ্বারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, আঞ্চলিক নির্বাহী কমিটি ও পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে ঠিকাদাররা বলেন, ‘অভিযুক্ত কামরুল হাসানের বিরুদ্ধে রাজশাহীর নির্বাহী প্রকৌশলী,উপ-বিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর উপর বর্বরোচিত সন্ত্রাসী এবং উপ-সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মচারীদের সাথে অসাদচরন ও প্রাণ-নাশের হুমকির দৃষ্টান্তমূলক শাস্তিসহ কামরুল হাসান দ্বারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী পাউবোর উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত করিম, ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি আব্দুর রউফ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সম্মিলিত ঠিকাদার সমাজের সদস্য খাজা তারেক, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা, মাসুম আলী, আব্দুল আজিজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ