Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপিতে যোগ দিলেন জেনারেল বিপিন রাওয়াতের ভাই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২২, ১২:৫৩ পিএম

ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন বিজয় রাওয়াত। গতকাল বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।
বিধানসভা ভোটের মুখে এই যোগদান খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। বিজয় রাওয়াতের ভাই হলেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। যিনি গত বছর ৮ ডিসেম্বর সস্ত্রীক চপার দুর্ঘটনায় প্রাণ হারান। সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট হবে উত্তরাখণ্ডেও। তার আগেই কপ্টার দুর্ঘটনায় নিহত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াতকে দলে নিয়ে বড় চমক দিলো বিজেপি।
বুধবার পুষ্কর সিং ধামির সাথে বিপিন রাওয়াতের ভাইয়ের সাক্ষাৎ নিয়ে ব্যাপক তোলপাড় হয় রাজনৈতিক মহলে। সাক্ষাতের পর কর্নেল বিজয় রাওয়াত বলেন, ‘রাজ্য নিয়ে তার (উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর) দৃষ্টিভঙ্গি আমার ভালো লাগে। আমার ভাইয়ের যা ভাবনা ছিল, তার সঙ্গে মিলে যায় এই ভাবনা।’
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম আগেই দাবি করেছিল, কর্নেল বিজয় রাওয়াত জানিয়েছেন দিল্লিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাথে তিনি দেখা করেছেন। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন। কর্নেল রাওয়াত বলেছিলেন, ‘দিল্লিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাথে আমি দেখা করেছি। আগামী কয়েক দিনের মধ্যেই দেরাদুনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেব।’
ওই সংবাদ মাধ্যম আরো দাবি করেছিল, নিহত সেনা সর্বাধিনায়কের ভাই জানিয়েছেন, তাকে যদি সুযোগ দেয়া হয় তবে তিনি উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন। বিজয় রাওয়াত বলেন, ‘আমি বিজেপির জন্য কাজ করতে চাই। আমাদের পরিবারের আদর্শ আর বিজেপির দলীয় ভাবনা একরকম। বিজেপি যদি বলে তবে আমি নির্বাচনে লড়ব।’
বুধবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও টুইটে বিজয় রাওয়াতের সাথে সাক্ষাতের খবর জানান। দেশের প্রতি রাওয়াত পরিবারের অবদানকে শ্রদ্ধা জানান তিনি। এই সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই বিজেপিতে যোগ দেন বিজয় রাওয়াত। বলেন, ‘আমার বাবা অবসরের পর বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজ আমি সেই সুযোগ পেলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনব চিন্তাভাবনা আমাকে অনুপ্রেরণা জোগায়।’ সূত্র: পুবের কলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ