Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কান্না নিয়ে কটাক্ষের জবাবে ক্ষমা চাইলেন রিয়াজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১০:২১ এএম

এফডিসিতে ২০২২-২৪ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের আমেজ চলছে। সোমবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার সময় সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ আহমেদ এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। তার কান্না করার বিষয়টিকে হাস্যকরভাবে নিয়েছে বেশিরভাগ অনেকেই। রিয়াজের এ কান্নাকে ‘মায়া কান্না’ বলে মন্তব্য করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘কোনো কিছু অন্যভাবে নেওয়ার আগে, কিছু বলার আগে ভাবা উচিৎ, আমরাও মানুষ। আমাদেরও হাসি-কান্না আছে। আমরা চেষ্টা করি আবেগকে দমিয়ে রাখতে। কিন্তু অনেক সময় দীর্ঘদিনের দমিয়ে রাখা আবেগের বহিঃপ্রকাশ হয়ে যেতেই পারে। একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে আমি যদি ভুল করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন।’

তিনি আরো বলেন, ‘আমরা শিল্পী। তবে একজন মানুষের মধ্যে সহজাত যে আবেগ থাকে, সেটা আমাদের মাঝেও আছে। আমার মা যখন মারা যান এবং আমি যখন কাঁদছিলাম তখন অনেকের মনে হয়েছিল, এটা হয়ত অভিনয়। এটা আমি ফেস করেছি বিগত দিনে। এটা শিল্পীদের একটি চিরায়ত ব্যাপার।’

এফডিসিতে কান্নার বিষয়ে রিয়াজ বলেন, ‘একজন সত্তরোর্ধ বৃদ্ধ, ষাটোর্ধ নারী, যাদের সদস্যপদ বাতিল হয়েছে, তারা আমাদের সঙ্গে সঙ্গে নির্বাচনী গানের তালে নাচছিলেন। এই মানুষগুলোর খুব বেশি চাওয়া-পাওয়া নেই। তাদের আনন্দ দেখে এবং তাদের সদস্যপদ বাতিলের বিষয়টি জেনে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই আবেগকে নিয়ে যারা ট্রল করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা এভাবেই ট্রল করতে থাকেন। তাতে আমাদের কিছু যাবে-আসবে না। কারণ আমি জানি আমি কী, আমার সৃষ্টিকর্তা জানেন আমি কী, শিল্পীরা জানেন আমরা কী।’

প্রসঙ্গত, সোমবার (১৭ জানুয়ারি) এফডিসিতে নির্বাচনী প্রচারণার সময় শিল্পী সমিতি থেকে বাদ পড়া শিল্পীদের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন রিয়াজ। এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সমালোচনার সূত্রপাত।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে জায়েদ খান ও মিশা সওদাগর প্যানেল। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে থেকে সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ।



 

Show all comments
  • গুণী মানুষ ১৯ জানুয়ারি, ২০২২, ১১:০৬ এএম says : 0
    রিয়াজের কান্না টা ইউরোপীয় কান্নার মতো লাগছিলো।
    Total Reply(0) Reply
  • Md Rashel ১৯ জানুয়ারি, ২০২২, ৫:২৫ পিএম says : 0
    সবাই ক্ষমা করলেও চট্রগ্রামের মানুষ তোকে ক্ষমা করবেনা।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ সিরাজুল ইসলাম দুবাই ১৯ জানুয়ারি, ২০২২, ৫:২৫ পিএম says : 0
    যতই বলুক ভাই সব জাগাতে অভিনয় টা নাইচ এই অভিনয় দিয়ে আওয়ামীলীগ থেকে টাকা ইনকাম করতেছে
    Total Reply(0) Reply
  • Md Maminul Islam ১৯ জানুয়ারি, ২০২২, ৫:২৬ পিএম says : 0
    ইউরোপ আমেরিকায় কেঁদেও শান্তি নাই।
    Total Reply(0) Reply
  • Imran Ahmed ১৯ জানুয়ারি, ২০২২, ৫:২৬ পিএম says : 0
    এই লোকটা নিজেকে হাস্যকর বানিয়ে ফেলছে
    Total Reply(0) Reply
  • Fuad Hasan ১৯ জানুয়ারি, ২০২২, ৫:২৬ পিএম says : 0
    অভিনেতা অভিনেতার মতই কাঁদবে এটাই স্বাভাবিক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ