মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন নৌবাহিনীর অস্ত্রাগারের অন্যতম শক্তিশালী অস্ত্র গুয়ামে নিয়ে যাওয়া হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মিত্র ও শত্রুদের কাছে এটি কড়া বার্তা পাঠিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওহাইও-শ্রেণির পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন ইউএসএস নেভাদা অন্তত ২০টি ট্রাইডেন্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েক ডজন পারমাণবিক যুদ্ধাস্ত্র বহন করে। শনিবার গুয়াম দ্বীপে নৌবাহিনীর ঘাঁটিতে এটি নিয়ে যাওয়া হয়। ২০১৬ সালের পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত এ ধরনের সাবমেরিন গুয়ামে প্রথমবার নিয়ে যাওয়া হলো। এটিকে কখনো কখনো বুমার বলা হয়। ১৯৮০ সালের পর এ ধরনের সাবমেরিন শুধু দ্বিতীয়বার বের করা হলো। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সাবমেরিনটি বন্দর পরিদর্শনে নিয়ে আসা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং মিত্রদের মধ্যে সহযোগিতা জোরদার করবে। এছাড়া মার্কিন সক্ষমতা, নমনীয়তা, প্রস্তুতি এবং ইন্দো-প্যাসিফিক আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি অবিরত প্রতিশ্রুতি প্রদর্শন করে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।