Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ধর্ষণে ব্যর্থ হয়ে কূপে নিক্ষেপ, বেঁচে ফিরলো শিশুটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ভারতের মধ্য প্রদেশে এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে কূপে নিক্ষেপ করেছে এক পুরুষ। পুলিশ জানিয়েছে, সাহসী মেয়েটি কূপের দড়ি ধরে রেখে প্রাণে বেঁচেছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য প্রদেশের শেহরে জেলার ইচ্ছাপুর থানার দুবলাই গ্রামে এই ঘটনা ঘটে। এতে অভিযুক্ত রমেশ নামের পুরুষটিকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় টয়লেটে গেলে রমেশ শিশুটিকে ধরে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তখন তাকে কূপে ফেলে দেয়। পরে শিশুটি কূপের দড়ি ধরে প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এসপি মায়াঙ্ক অতশী সংবাদমাধ্যমকে বলেন, ‘দশ বছরের মেয়েটি শনিবার সন্ধ্যায় টয়লেটে যায় সেখানে তাকে রমেশ নামের পুরুষটি তাকে নির্যাতন করে কূপে ফেলে দেয়। মেয়েটি আমাদের ঘটনাটি জানায় এবং বলেছে যে, কূপে ফেলে দেওয়ার পর জীবন বাঁচাতে দড়ি ধরে রাখে।’ পুলিশ জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের ঘটনা নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও শিশু নির্যাতনের মামলা দায়ের হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ