Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকির জবাব দিলো মিসাইলে

রেলওয়ে রেজিমেন্টের মহড়ায় পরীক্ষামূলক ছোঁড়া হয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

এক সপ্তাহ পার না হতেই ফের মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার নতুন করে কমপক্ষে দুটি মিসাইল ছুড়েছে দেশটি। গত মঙ্গলবার মিসাইল পরীক্ষা করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দেয়া হয়। তাছাড়া যুক্তরাষ্ট্র জাতিসংঘের প্রতি আহ্বান জানায় তারা যেন উত্তর কোরিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা দেয়। এই হুমকির জবাব উত্তর কোরিয়া দিল মিসাইল দিয়ে। তারা জানান দিল, যে কোনো ধরনের নিষেধাজ্ঞার ফলাফল ভয়াবহ হবে। ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। উত্তর কোরিয়ার মিসাইল ছোড়ার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, শুক্রবার তারা দুটি মিসাইল শনাক্ত করেছেন। যেগুলো তারা ধারণা করছেন ছোট দূরত্বের ব্যালাস্টিক মিসাইল। এগুলো ছোড়া হয়েছে উত্তর পঙ্গান প্রদেশ থেকে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ আরো জানিয়েছেন, মিসাইল দুটি ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যে পৌছায়। এগুলোর সর্বোচ্চ গতি ছিল ৩৬ কিলোমিটার। জাপানের কোস্টগার্ডও মিসাইল দুটিকে শনাক্ত করতে সমর্থ হয়। শুক্রবারের মিসাইল পরীক্ষার পর জাপান বেশ প্রতিক্রিয়া দেখিয়েছে। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, যদি নতুন করে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয়া হয় তাহলে কঠোরভাবে এর জবাব দেয়া হবে। সর্বশেষ গত সেপ্টেম্বরে রেলওয়েভিত্তিক অস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যেকোনো হামলার পাল্টা জবাব দিতে রেলওয়েভিত্তিক অস্ত্র তৈরি করার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। বছরের প্রথম দিন থেকে শুরু করে এ দুই সপ্তাহে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সাধারণত এত অল্প সময়ের ব্যবধানে এসব অস্ত্রের পরীক্ষা চালায় না কোনো দেশ। আগের দুটিকে ‘হাইপারসনিক’ হিসেবে দাবি করেছে উত্তর কোরিয়া। যেগুলো উচ্চগতিসম্পন্ন এবং ছোঁড়ার পর গতিপথ বদলানো যায়। আল-জাজিরা, কেসিএনএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসাইল

১৬ জানুয়ারি, ২০২২
৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ