Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের নতুন নিরাপত্তা নীতিতে ভারতসহ প্রতিবেশীদের সাথে অবারিত দ্বার খুলতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ৪:০৩ পিএম

পাকিস্তানের নতুন নিরাপত্তা নীতির অধীনে ভারতসহ প্রতিবেশী অন্যান্য দেশের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার উদ্যোগ নেয়া হয়েছে। ভারতের সাথে কাশ্মির ইস্যুতে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা স্বত্তেও দেশটির প্রথম নিরাপত্তা নীতির মাধ্যমে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের দ্বার খুলে যাবে বলে খবর প্রকাশ করেছে দ্য ইকোনকিক টাইমস। গতকাল শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশটির জাতীয় নিরাপত্তা নীতি উন্মোচন করেন।

স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, পলিসিতে নিকট প্রতিবেশী ও অর্থনৈতিক কূটনীতির ব্যাপারে শান্তিপূর্ণ থিম রাখা হয়েছে।
২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে নিরাপত্তা নীতির লক্ষ্য বাস্তবায়নে দেশটি প্রথমবারের মতো কোন কৌশলপত্র বা নীতিমালা প্রণয়ন করলো।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, গত ১০০ বছর যাবৎ ভারতের সাথে পাকিস্তানের বৈরী সম্পর্ক বিরাজ করে আসছিল। এই নীতির মাধ্যমে নতুনভাবে শান্তির উপায় খোঁজা হবে।
আলাপ-আলোচনার মাধ্যমে দুটি দেশই ব্যবসা-বাণিজ্যের সংকট কাটিয়ে অবারিত দরজার খুলতে পারে মন্তব্য করেন কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ