Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকর্ষণীয় করে তোলে ফেস মাস্ক : গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুখে মাস্ক ব্যবহারে অনেকেরই অস্বস্তি রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এক গবেষণায় দেখা গেছে, ফেস মাস্ক ব্যবহারে মানুষকে আরও আকর্ষণীয় দেখায়। ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, নারী ও পুরুষ উভয়ই মুখের নিচ পর্যন্ত মাস্ক পরার ফলে তাদেরকে আরও আকর্ষণীয় করে তোলে। গবেষণায় বলা হয়েছে, মেডিক্যাল মাস্ক দ্বারা ঢেকে রাখলে চেহারা আকর্ষণীয় দেখায়। এর কারণ হতে পারে, স্বাস্থ্যকর্মীদেরকে আমরা নীল মাস্ক পরা দেখে অভ্যস্ত। এখন সাধারণ মানুষ কিংবা চিকিৎসা পেশায় ব্যবহার করা হচ্ছে মাস্ক। আমরা যখন অসুস্থ অনুভব করতে পারছি তখন মাস্ক পরায় মনোযোগী হতে পারি। এ বিষয়ে আরও ইতিবাচক হওয়া প্রয়োজন। সংবামাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসেছে, গবেষণাটি করা হয়েছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে। সেই সময় দেখা যায় ব্রিটেনের উল্লেখযোগ্য মানুষ মাস্ক পরায় অভ্যস্ত হয়ে উঠেন। গবেষণায় ৪৩ জন নারীকে মাস্ক পড়া কয়েকজন পুরুষের ছবিকে মূল্যায়ন করতে বলা হয়েছিল। যার মধ্যে মাস্ক ছাড়া পুরুষের ছবি, সাধারণ কাপড়ের মাস্ক পরা, ব্লু মেডিক্যাল মাস্ক এবং সাধারণ কালো মাস্ক পরা ছিল। সেখানে একটি সাধারণ সার্জিক্যাল মাস্ক পরিধানকারীকে সবচেয়ে ভালো দেখায় বলে গবেষণায় এসেছে। গবেষক লুইস বলেন, মাস্কে আকর্ষণীয় করে তোলার একটি কারণ হতে পারে সরাসরি চোখের দিকে মনোযোগ যাওয়া। অন্যান্য গবেষণা টেনে তিনি আরও বলেন, মুখের ডান অথবা বাঁ পাশের অর্ধেক ঢেকে রাখা মানুষকে আকর্ষণীয় দেখায়। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ