Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ ফিলিস্তিনি অবকাঠামো ধ্বংস করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

অধিকৃত পশ্চিম তীরে বুলডোজার দিয়ে ১১ ফিলিস্তিনি অবকাঠামো ধ্বংস করেছে ইসরাইল। বুধবার এক স্থানীয় মানবাধিকারকর্মী এ তথ্য জানিয়েছেন। বাসিল আল-আদ্রা নামের ওই স্থানীয় মানবাধিকারকর্মী বলেন, ইসরাইল বুলডোজার দিয়ে যে পাঁচটি বাড়ি ধ্বংস করেছে তাতে ১৮ ফিলিস্তিনি বাস করেতেন। এছাড়া আরো পাঁচটি ফিলিস্তিনি কফিহাউজ ও একটি পানির কুয়া ধ্বংস করেছে ইসরাইল। দক্ষিণ হেবরন শহরের আল-ফাখেত বেদুইন স¤প্রদায়ের এলাকায় এ ধ্বংসযজ্ঞ চালানো হয়। তিনি বলেন, পশ্চিম তীরের এরিয়া-সি এলাকার এসব ফিলিস্তিনি অবকাঠামোগুলো ধ্বংসের বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই স্থাপনাগুলো অবৈধ। এসব ফিলিস্তিনি অবকাঠামো নির্মাণে তাদের অনুমতি নেয়া হয়নি। ১৯৯৫ সালে ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে হওয়া অসলো চুক্তি অনুসারে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমকে তিন অংশে ভাগ করা হয়েছে। যথা : এরিয়া-এ, এরিয়া-বি, এরিয়া-সি। ইয়েনি শাফাক।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ