Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনের আগেই বিজেপি ছাড়লেন দুই মন্ত্রীসহ ৬ বিধায়ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১১:৩৮ এএম

ভারতের উত্তরপ্রদেশ নির্বাচনের ঠিক আগে মহা গোলমাল যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায়। দলিত সম্প্রদায়কে অবহেলার অভিযোগ তুলে মঙ্গলবার দল ছেড়েছিলেন যোগী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্বামীপ্রসাদ মৌর্য।

বুধবার (১২ জানুয়ারি) একই অভিযোগে মন্ত্রিসভা ছাড়লেন আরও এক মন্ত্রী দারা সিং চৌহান। কেবল এই দুই মন্ত্রীই নন, গত দুইদিনে চারজন বিধায়কও বিজেপি ছেড়েছেন।
বলা হয়ে থাকে, দিল্লি যেতে হলে উত্তরপ্রদেশ হয়েই আসতে হয়। কেন্দ্রের রাজনৈতিক ক্ষমতার ভরকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রেও বিষয়টি তাই। আর সে কারণেই আগামী ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে নজর গোটা দেশের।

গতকাল পদত্যাগপত্রে দারা সিং চৌহান লিখেছেন, ‘আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতাম। কিন্তু দলিত, কৃষক, পিছিয়ে পড়াদের প্রতি সরকারের দমনমূলক মনোভাব ও অবহেলা আমাকে আহত করেছে।’ তার কথার সঙ্গে মিল রয়েছে স্বামীপ্রসাদ মৌর্যের।

ভোটের ঠিক আগ মুহূর্তে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর দল ছাড়া নিঃসন্দেহে বিজেপির জন্য বড় ধাক্কা। অন্যদিকে স্বামীপ্রসাদের পথে হেঁটে বাকিরাও সমাজবাদী পার্টিতে যোগ দেবেন বলেই মনে করা হচ্ছে।

২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত বিএসপির সংসদ সদস্য থাকার পর ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন দারা সিং। তাকে বিজেপির ওবিসি শাখার জাতীয় সভাপতি হিসেবে নিয়োগ করা হয়। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ