Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে আমেরিকার মুদ্রায় স্থান পেলেন মায়া অ্যাঞ্জেলো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৯:০৭ পিএম

সোমবার মার্কিন মিন্ট জানিয়েছে ২৫ সেন্ট-এর মুদ্রার একটি নতুন সংস্করণে কবি এবং সমাজকর্মী মায়া অ্যাঞ্জেলো-র ছবি ব্যবহার করা হবে। মায়া প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে স্থান পাবেন মার্কিন মুদ্রায়। নতুন মুদ্রাটি ফিলাডেলফিয়া এবং ডেনভারে তৈরি করা হয়েছে। এর একদিকে ওয়াশিংটন এবং অন্যদিকে অ্যাঞ্জেলোর ছবি থাকবে। ‘আই নো হোয়াই দ্য কেজড বার্ড সিংস (আমি জানি কেন খাঁচায় বন্দী পাখিরা গান গায়)’-এর লেখক মায়া প্রথম ব্যক্তিত্ব যাকে আমেরিকান উইমেন কোয়ার্টার্স প্রোগ্রামের মাধ্যমে স্মরণ করা হবে। ২০২১ সালের জানুয়ারিতে এই আইন স্বাক্ষরিত হয়।

মিন্টের ডেপুটি ডিরেক্টর ভেন্ট্রিস গিবসন জানিয়েছেন, "আমেরিকান মহিলাদের উদযাপন এবং আমেরিকান ইতিহাসে তাদের অবদানের জন্য নিবেদিত আমাদের দেশের প্রথম মুদ্রা উপস্থাপন করা আমার কাছে সম্মানের।" প্রোগ্রামটির মাধ্যমে ইউএস মিন্টকে ২০২২ থেকে ২০২৫ এর মধ্যে প্রতি বছরে পাঁচজন ভিন্ন মহিলা আমেরিকান ট্রেলব্লেজারের ছবি সহ ২৫ সেন্ট-এর মুদ্রা ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৯০ বছরের বেশিরভাগ সময়ে, এই ২৫ সেন্টের মুদ্রার একদিকে প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন এবং অন্য দিকে একটি ঈগল চিত্রিত ছিল। ১৯৯৯ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র ৫০টি রাজ্যকে সম্মান জানিয়ে একটি সিরিজ চালু করে, যেখানে মুদ্রার বিপরীতে একটি করে রাজ্যের নকশা ছিল। পরবর্তীকালে মার্কিন অঞ্চল এবং জাতীয় উদ্যানগুলিকে অন্তর্ভুক্ত করা হয়।

২০২২ সালে মুদ্রায় অন্যান্য যাদের ছবি থাকতে চলেছে তারা হলেন মহাকাশে যাওয়া প্রথম আমেরিকান মহিলা স্যালি রাইড, চেরোকি জাতির প্রথম মহিলা প্রধান প্রধান উইলমা ম্যানকিলার, ভোটাধিকার নেতা নিনা ওটেরো-ওয়ারেন এবং চীনা-আমেরিকান চলচ্চিত্র তারকা আনা মে ওয়াং।

১৯২৮ সালে মিসৌরিতে জন্মগ্রহণ করেন অ্যাঞ্জেলো। তিনি ছিলেন একজন প্রাবন্ধিক এবং কবি। যিনি নাগরিক অধিকার সুরক্ষার নেতা মার্টিন লুথার কিং জুনিয়র এবং ম্যালকম এক্স এর সঙ্গেও কাজ করেছিলেন। অ্যাঞ্জেলো মারা ২০১৪ সালে। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ