Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে আদ্-দ্বীন মেডিকেলের ভারতীয় শিক্ষার্থীর লাশ

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৪:৪০ পিএম

যশোর শহরতলীর পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মহিলা মেডিকেল কলেজের ছাত্রী ভারতীয় নাগরিক সীমা জোহরা (২১) আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ জানুয়ারি) ভোরে আদ্-দ্বীন মেডিকাল কলেজের ৫ম তলায় হোস্টেলের বাথরুমের মধ্যে আত্মহত্যা করেন তিনি। সীমা জোহরা ভারতের জম্বু কাশ্মিরের বথগ্রাম জেলার যাবারপুরের গোলাম মোহাম্মাদের মেয়ে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর আদ্-দীন সখিনা সখিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বুধবার ভোরে হাউজ কিপার মর্জিনা ঘটনাটি আমাকে জানালে, পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে রুমের দরজা ভেঙ্গে সীমা জোহরাকে উদ্ধার করে অফিস সহায়ক আব্দুল্লাহকে দিয়ে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, আদ্-দ্বীন মেডিকেল কলেজের ছাত্রী সীমা জোহরাকে হাসপাতালে আনা হলে তাকে মৃত অবস্থায় পাই।
উল্লেখ্য আদ্-দ্বীন মেডিকেল কলেজ ছাত্রী সীমা জোহরা দ্বিতীয় বর্ষের ছাত্রী। বুধবার তার পরীক্ষা দেয়ার কথা ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ