মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে একদিনে নতুন করে প্রায় দুই লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৭২০। আগের দিন সোমবার এ সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার। ফলে একদিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে শতকরা ১৫.৮ ভাগ।
দেশটিতে প্রতিদিন ১০০ জনকে পরীক্ষা করে ১১.৫ জনের দেহে পাওয়া যাচ্ছে করোনা সংক্রমণ। বুধবার সকালে সরকারি ডাটা উদ্ধৃত করে এ খবর দিয়েছে এনডিটিভি।
ভারতে এ পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৪৮৬৮। উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। এরই মধ্যে তা বিশ্বের বেশির ভাগ দেশে ছড়িয়ে পড়েছে।
তবে ভারতে ওমিক্রন সংক্রমণের প্রবণতা অনেক বেশি। ২৯টি রাজ্য ও ইউনিয়ন টেরিটোরির কমপক্ষে ১২০টি জেলায় করোনায় সাপ্তাহিক পজেটিভের শতকরা হার ১০ ভাগ। একে ভারতে করোনা মহামারির তৃতীয় ঢেউ বলে অভিহিত করা হচ্ছে। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।