Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নাগরিকদের ক্যানাডায় না যাওয়ার পরামর্শ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১১:৪৬ এএম

ক্যানাডায় ওমিক্রনের প্রকোপ বাড়ায় সে দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যাণ্ড প্রিভেনশন, সিডিসি৷

মার্কিন নাগরিকদের কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে সিডিসি যে পরামর্শ দিয়ে থাকে তার চার নম্বর স্তরে (লেভেল ফোর) ক্যানাডাকে সোমবার অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এই স্তরে মোট ৮০টি দেশ রয়েছে৷

করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের মার্চে জরুরি কাজ নেই এমন ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল৷ গত নভেম্বরে ক্যানাডা ও মেক্সিকোর সঙ্গে স্থল সীমান্ত খুলে দেয় যুক্তরাষ্ট্র৷ ফলে করোনার টিকা নেয়া বিদেশিরা ঢোকার অনুমতি পেয়েছিলেন৷

ক্যানাডাও ২০২০ সালের মার্চে প্রথম পরামর্শ জারি করেছিল৷ গত অক্টোবরে সেটা তুলে নেয়া হয়৷ চলতি মাসে ক্যানাডায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড হয়েছিল৷

যুক্তরাষ্ট্রেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ডের কথা জানিয়েছে রয়টার্স৷ সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ