Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

‘ওমিক্রন’ অপ্রতিরোধ্য, বুস্টারেও তাণ্ডব থামবে না : ভারতীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১১:৩২ এএম

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন অপেক্ষাকৃত কম ক্ষতিকর হলেও ‘প্রায় অপ্রতিরোধ্য’ এবং এতে সবাই শেষ পর্যন্ত সংক্রমিত হবেন বলে মনে করেন ভারতীয় একজন শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মহামারি বিশেষজ্ঞ এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের ন্যাশনাল ইনস্টিটিউট অব এপিডেমিওলজির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ড. জয়প্রকাশ মুলিল বলেছেন, ‘টিকার বুস্টার ডোজ ভাইরাসের দ্রুত বিস্তার বন্ধ করবে না।’ বুস্টার ডোজ সম্বন্ধে তিনি আরও বলেন, ‘এটা কোনো পার্থক্য তৈরি করবে না, সংক্রমণ ঘটবেই।’

কোভিড ‘এখন আর কোনো ভয়ঙ্কর রোগ নয়’ দাবি করে ড. জয়প্রকাশ মুলিল বলেন, ‘এটি এমন একটি রোগ, যা আমরা মোকাবেলা করতে পারি।’ তিনি বলেন, ‘আমরা ভিন্ন একটি ভাইরাসের মোকাবিলা করছি। এটি ডেলটার চেয়ে কম শক্তিশালী হলেও কার্যত অপ্রতিরোধ্য।
ডা. জয়প্রকাশ মুলিল বলেছেন, ওমিক্রন এখন ঠান্ডাজনিত অসুস্থতার মতো।’

‘সংক্রমণের মধ্য দিয়ে তৈরি হওয়া স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা আজীবন বজায় থাকতে পারে এবং এ কারণে ভারত অন্যান্য অনেক দেশের মতো খারাপ অবস্থায় পড়েনি’ উল্লেখ করে ড. জয়প্রকাশ মুলিল বলেছেন, ভ্যাকসিন চালুর আগেই ভারতের ৮৫ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছিল। তাই প্রথম ডোজ মূলত একটি বুস্টার ডোজ।’
‘মেডিকেল সংস্থাই বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেয়নি’ উল্লেখ করেন ডা. মুলিল। তিনি বলেন, ‘ভাইরাসটি মাত্র দুদিনের মধ্যে সংক্রমণ দ্বিগুণ করে, তাই, পরীক্ষায় এর উপস্থিতি শনাক্ত করার আগেই সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে বিপুল মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়ে।’

ডা. মুলিল আরও বলেন, ‘এখন পর্যন্ত সরকারের কোনো সংস্থার কাছ থেকে বুস্টার ডোজ প্রয়োগের সুপারিশ পাইনি। আমার জানা মতে, কেবল সতর্কতামূলক ডোজের সুপারিশ করা হয়েছিল। কারণ, আমাদের কাছে তথ্য রয়েছে- নির্দিষ্ট কিছু লোকজন, যাদের বেশির ভাগ ষাটোর্ধ্ব বয়সি, তাঁদের ওপর টিকার দুই ডোজই কাজ করেনি।’ সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ