বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের হালুয়াঘাটে ভূবনকুড়া ইউনিয়নে আমিরখাকুরা গ্রামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।
নিহতের নাম মো: বাবুল হোসেন(৪০)। সে স্থানীয় মরহুম করিম মাস্টারের পুত্র। বাবুল হোসেন পেশায় একজন কৃষক ছিল।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে নিহত বাবুলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে পুলিশ।
হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারনা করা হচ্ছে রাতের অন্ধকারে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত বাবুল দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক। বিগত তিন দিন আগে তার স্ত্রী পাশের গ্রামে বাবার বাড়ী বেড়াতে গিয়েছিল। ঘটনার দিন রাতে নিহত বাবুল ছাড়া বাড়িতে আর কেউ ছিল না বলে জানা গেছে।
তবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করছেন স্থানীয় ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সুরুজ মিয়া। তিনি দাবি করেন, ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে।
ওসি আরও জানান, কেন বা কি কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে এই হত্যাকান্ডের ক্লু উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত রহস্য উন্মোচন হবে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।