Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটকেলঘাটায় কৃষক খুন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ৪:২১ পিএম

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক কৃষক খুন হয়েছেন। মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্থাণীয়দের প্রাথমিক ধারণা।
নিহত কৃষক পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়েনের কাশিয়াডাঙ্গা গ্রামের আক্কাস মোড়লের পুত্র আরিজুল ইসলাম মোড়ল (৫৫)।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে তার রক্ত মাখা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ভাতিজা কাজল সাংবাদিকদের জানান, সোমবার রাত ১১ টার দিকে পাশের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তার চাচা।
এরপর আর বাড়ি ফেরেনি।
সকালে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রক্ত মাখা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান,জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে,পাটকেলঘাটা থানার পুলিশ জানিয়েছেন, নিহতের মাথায় ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও তালা পাটকেলঘাটা সদর সার্কেল হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ