Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া হাউজিং এলাকায় যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১১:০৯ এএম

কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকায় আনিচ (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত আনিচ হাউজিং এ ব্লক এলাকার অহেদের ছেলে।

মঙ্গলবার (১১ জানুয়ারী) ভোরবেলা হাউজিং এ ব্লক এলাকায় রাস্তার পাশে লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করলে স্থানীয় লোকজন ও নিহতের বড় ভাই লাশটি সনাক্ত করতে সক্ষম হয়।

নিহতের পরিবার সুত্রে জানা, আনিচ নেশাগ্রস্থের কারনে ১০ বছর তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলো। গত শুক্রবারেও আনিচ হাউজিং এ ব্লক এলাকার মসজিদে তার লিভার এবং কিডনী নষ্টের কথা বলে সাধারন মানুষের কাছে অর্থের জন্য সাহায্য চেয়েছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার প্রাথমিকভাবে জানিয়েছে অধিক নেশাগ্রস্থ হবার কারনেই হয়তো আনিচের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ