Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ৬:২১ পিএম | আপডেট : ৭:০৮ পিএম, ১০ জানুয়ারি, ২০২২

রাজশাহী নগরীর সোনাদীঘির মোড়ের মাজেদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক করেছে বোয়ালিয়া থানার পুলিশ। রোববার (৯ জানুয়ারি) রাতে তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বোয়ালিয়া থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলো। এ সময় তাদের কাছ থেকে টাকা আদায়ের রশিদ, জিহাদী বই, মাসিক রিপোর্ট, রেজিস্টার পত্র উদ্ধার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকৃতরা হলেন, রবিউল ইসলাম (২৯), হাফেজ আব্দুল আজিজ (৩৭), হাফেজ খলিলুর রহমান (৩১), রবিউল ইসলাম (৪০), কুদ্দুসুর রহমান (৪৫), শফিকুল ইসলাম (৪৫), আতিকুর রহমান (৪৬), আব্দুল মালেক (৬৬), নাফিজ ইমতিয়াজ মনন (১৯), দিসান ইফতে নাবিল (২০), হাফেজ দেলেয়ার হোসেন (৫৫), আব্দুল জিজ (৩৬), বাকী বিল্লাহ বায়োজিদ (৪৫), হাফেজ রবিউল ইসলাম (৪৪), হাফেজ খিজির আহম্মেদ (৩৬)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ