Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরি গেলেও গোঁফ ছাঁটতে রাজি নয় কনস্টেবল রাকেশ রানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১০:২৭ এএম

চুল কাটাতে এবং গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানিয়ে চাকরি হারিয়েছেন ভারতের মধ্য প্রদেশের পুলিশ কনস্টেবল রাকেশ রানা। তার ‘অদ্ভূতদর্শন’ এবং ‘কুৎসিত’ গোঁফ ছাটার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি তা অনুসরণ করতে ব্যর্থ হন। এর জেরে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রাজ্য পুলিশের পরিবহন শাখায় চালক হিসেবে কর্মরত ছিলেন রাকেশ রানা। বরখাস্তের আদেশে বলা হয়েছে, তার গোঁফ অন্য কর্মীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে এটাকে আত্ম-মর্যাদার বিষয় দাবি করে তা ছাঁটতে অস্বীকৃতি জানান তিনি।
রাকেশ রানা বলেন, ‘আমি রাজপুত আর আমার গোঁফ আমার গর্ব।’
রাকেশ রানাকে বরখাস্তের আদেশ জারি করেছেন সহকারি মহাপরিদর্শক প্রশান্ত শর্মা। তিনি বলেন, রাকেশ রানাকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি তার চেহারা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ মানেননি।
প্রশান্ত শর্মা বলেন, ‘তার চেহারা যখন পরীক্ষা করা হয় তখন তার চুল বড় এবং ঘাড় পর্যন্ত গোঁফ বড় পাওয়া যায়। চেহারা বিশ্রী হয়ে পড়ায় তাকে চুল কাটার নির্দেশনা দেওয়া হয়, কিন্তু তিনি নির্দেশনা মানেননি।’
রাকেশ রানা বলেছেন, সব দিক থেকে সঠিক পোশাক নিশ্চিত করলেও তিনি গোঁফের সঙ্গে কোনও আপোষ করবেন না। বরখাস্ত হলেও এই আপোষ তিনি মানবেন না। দীর্ঘদিন ধরে গোঁফ রেখে লম্বা করেছেন বলেও জানান তিনি। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ