Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী রাজকুমারী তিন বছর পর মুক্তি পেলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

সউদী আরবের অধিকারকর্মীরা বলছেন, প্রায় তিন বছর কারাবন্দী থাকার পর হাই-সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন দেশটির একজন রাজকুমারী এবং তার কন্যা। প্রিন্সেস বাসমা বিনতে সউদকে ২০১৯ সালে কারাবন্দী করা হয়, সেসময় তিনি চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
কিন্তু কেন তাকে বন্দি করা হয়েছিল তা জানানো হয়নি, এমনকি প্রিন্সেস বাসমা কিংবা তার মেয়ে সুহৌদের বিরুদ্ধে কোন অভিযোগও আনা হয়নি। প্রিন্সেস বাসমা বিনতে সউদকে ২০১৬ সাল থেকে দেশটির সংবিধান সংশোধনের পক্ষে জোরালো অবস্থান নিতে দেখা যায়। বিভিন্ন সময় তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের খোলামেলা সমালোচনাও করেছেন।

এখন মানবাধিকার ইস্যু এবং সংবিধান সংস্কারের পক্ষে তার এই জোরালো অবস্থানের সঙ্গে এই বন্দিত্বের সম্পর্ক থাকতে পারে বলে অনেকে মনে করেন। বার্তা সংস্থা এএফপির এক রিপোর্টে বলা হয়েছে, তার পরিবার ২০২০ সালে জাতিসংঘকে এক লিখিত বিবৃতিতে জানিয়েছিল, ‹বিভিন্ন অনিয়মের সমালোচক হিসেবে তার রেকর্ড’ এর কারণে তাকে কারাবন্দী করা হয়ে থাকতে পারে। এছাড়া সাবেক ক্রাউন প্রিন্স মোহামেদ বিন নায়েফ, যাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে ধারণা করা হয়, তার সঙ্গে প্রিন্সেস বাসমার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেও তিনি সরকারের রোষানলে পড়েছেন বলে অনেকে মনে করেন।

২০২১ সালের এপ্রিলে, ৫৭ বছর বয়সী প্রিন্সেস বাসমা সউদী বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে নিজের মুক্তি চেয়ে আবেদন করেন। আর্জিতে তিনি লেখেন যে, তিনি অন্যায় কিছু করেননি এবং তার শরীর খুবই খারাপ। তবে, ২০১৯ সালে কী ধরণের শারীরিক সমস্যার চিকিৎসা করাতে তিনি বিদেশে যেতে চেয়েছিলেন তা জানা যায়নি।

মানবাধিকার সংস্থা এএলকিউএসটি টুইটারে তার মুক্তির খবর দিয়ে লিখেছে, রাজধানীর বাইরে আল-হা›ইর কারাগারে যখন ছিলেন তখন তাকে ‘প্রাণ সংশয়ে থাকা অবস্থাতেও চিকিৎসা দেয়া হয়নি।’ সউদী আরবভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরো লিখেছে, ‘বন্দি থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করা হয়নি।’ প্রিন্সেস বাসমা বাদশাহ সউদ যিনি ১৯৫৩ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সউদী আরবের শাসক ছিলেন, তার কনিষ্ঠ কন্যা। সূত্র : ডন।



 

Show all comments
  • Borhan Uddin ১০ জানুয়ারি, ২০২২, ৪:৩৮ এএম says : 0
    ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অত্যন্ত মজাদার
    Total Reply(0) Reply
  • Abdul Karim Javed ১০ জানুয়ারি, ২০২২, ৪:৩৮ এএম says : 0
    বাংলাদেশেও কত মানুষ নিখোজ, কেনো নিখোঁজ তা জানানো হয়নি। অযথা অন্যদেশের সমালোচনা না করে নিজের দেশের সমস্যা সমাধানের চেষ্টা করুন
    Total Reply(0) Reply
  • Mainul Islam ১০ জানুয়ারি, ২০২২, ৪:৩৮ এএম says : 0
    বাংলাদেশের এতো আলেম জেলের ভিতর ঘুমায় একটা নিউজ দেখলাম না সোদীআরব কথা তুলেন কেনো
    Total Reply(0) Reply
  • N. Uddin ১০ জানুয়ারি, ২০২২, ৪:৩৯ এএম says : 0
    মুক্তি পেয়েছেন এটাই খুশির খবর। সারা পৃথিবীর সম্মানিত শাসকগন মানবিক হোক এটাই আমজনতার চাওয়া-পাওয়া। আমি আমরা থাকবনা তবে পৃথিবী থাকবে। সুখে থাকুক আমাদের পৃথিবী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ