Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মরার জন্য আর কোনো সেনা আফগানিস্তানে যাবে না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ৯:৪৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, মরার জন্য আর কোনো মার্কিন সেনাকে আফগানিস্তানে পাঠানো হবে না।

তিনি এক সংবাদ সম্মেলনে আরও বলেছেন, গত ২০ বছরের মধ্যে এই প্রথম নববর্ষ উদযাপন করেছি আফগানিস্তানে কোনো মার্কিন সেনাকে না রেখেই। এবার ছুটিতে কাউকে আফগানিস্তানে থাকতে হয়নি। ব্লিঙ্কেন বলেন, যুদ্ধ করতে এবং প্রাণ হারাতে আর কোনো সেনাকে আফগানিস্তানে পাঠাচ্ছি না আমরা।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে ২০০১ সালে আফগানিস্তানে হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর তালেবান সরকারের পতন ঘটে। কিন্তু দীর্ঘ ২০ বছর পর সেই তালেবানের কাছেই দেশের নিয়ন্ত্রণ ছেড়ে পালিয়ে যায় মার্কিন বাহিনী। এটাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পরাজয় হিসেবে গণ্য করা হচ্ছে।

বিপুল সংখ্যক সেনার প্রাণহানি ও ব্যাপক আর্থিক ক্ষতি বিবেচনায় মার্কিন সরকার নতুনকরে আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • Mokrim ৯ জানুয়ারি, ২০২২, ১১:১৫ পিএম says : 0
    কাকু এবার বুঝেন যে, আফগানিস্তান আর তালেবান কি জিনিস। তাদের পথে অন্য কোন পথেও বাধা হইয়েন না। নাহয় ওখানেও মরবেন।
    Total Reply(0) Reply
  • সাজেদুর রহমান ১১ জানুয়ারি, ২০২২, ৯:৫৩ এএম says : 0
    সন্ত্রাসবাদের গুজব ছড়িয়ে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যার বৈধতা নিয়েছে মার্কিনীরা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ