Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে ফেনসিডিলসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১:০৩ পিএম

বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মৃত দ্বীন ইসলামের ছেলে মোঃ আতিয়ার রহমান (৫৫), কাগমারী গ্রামের মৃত আহম্মেদ খাঁর ছেলে মোঃ শাহ আলম (৪০) একই গ্রামের মোঃ শাহ আলমের ছেলে আরজু (১৯) ও বড় আচঁড়া গ্রামের মৃত মঞ্জুরুল ইসলামের ছেলে মোঃ আক্তারুল ইসলাম (২৭)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বরিবার (০৯ জানুয়ারি) সকাল ১০টার সময় গোপন খবর আসে, বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের খেয়াঘাটপাড়ার আতিয়ার রহমানের বসত বাড়ীর সামনে পাকা রাস্তার ওপর ফেনসিডিলের একটি চালান নিয়ে মাদকব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরে পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৪৪৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেন।
তাদেরে বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেন্সিডিলসহ আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ