Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার আশাশুনিতে ট্রাক ও ফেন্সিডিলসহ আটক তিন

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ৫:৩৩ পিএম

ট্রাকে করে পাচারের সময় ৭৮৭ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর মঙ্গলবার ভোরে জেলার আশাশুনি থানার সোদকোনা গ্রামের আছাফুর রহমানের বাড়ীর সামনের রাস্তা থেকে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটক তিন মাদক ব্যাবসায়ীরা হলো, ঢাকার বংশাল থানার ১১৩/সি হাজি ওসমান গনি রোড, আলু বাজার এলাকার জমির হোসেনের পুত্র মানিক হোসেন(২৯), একই এলাকার মৃত মতিয়ার ররহমানের প্ত্রু আলাউদ্দীন সরদার(২৮) ও হাজিরহাটের চাওলার মৃত কাসিম ফকিরের পুত্র মিজানুর ররহমান(৩১)। 

 আশাশুনি থানা অফিসার ইনচার্জ শাদিলুল ইসলাম শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে  ঢাকা মেট্রো ট-১৮৭৭৯৫ নম্বারের একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৭৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি জানান, আটককৃতেদর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে।

 

mvZÿxivi Avkvïwb‡Z UªvK I †dwÝwWjmn AvUK wZb

 

Av³viæ¾vgvb ev”Pz, mvZÿxiv †_‡K \  Uªv‡K K‡i cvPv‡ii mgq 787 †evZj †dwÝwWjmn wZb gv`K e¨emvqx‡K AvUK K‡i‡Q cywjk| 19 wW‡m¤^i g½jevi †fv‡i ‡Rjvi Avkvïwb _vbvi ‡mv`‡Kvbv M«v‡gi AvQvdyi ingv‡bi evoxi mvg‡bi iv¯Ív †_‡K ‡dwÝwWjmn Zv‡`i AvUK Kiv nq|

AvUK wZb gv`K e¨vemvqxiv n‡jv, XvKvi eskvj _vbvi 113/wm nvwR Imgvb Mwb †ivW, Avjy evRvi GjvKvi Rwgi †nv‡m‡bi cyÎ gvwbK †nv‡mb(29), GKB GjvKvi g…Z gwZqvi iingv‡bi cy&Î AvjvDÏxb mi`vi(28) I nvwRinv‡Ui PvIjvi g…Z Kvwmg dwK‡ii cyÎ wgRvbyi iingvb(31)|

 Avkvïwb _vbv Awdmvi BbPvR© kvw`jyj Bmjvg kvnxb Rvbvb, ‡Mvcb msev‡`i wfwˇZ  XvKv †g‡Uªv U-187795 b¤^v‡ii GKwU UªvKmn wZbRb‡K AvUK Kiv nq| c‡i UªvK Zjøvwk K‡i 787 †evZj fviZxq †dwÝwWj D×vi Kiv nq| wZwb Rvbvb, AvUKK…‡Z`i weiæ‡× gv`K`«e¨ wbqš¿b AvB‡b _vbvq gvgjv n‡q‡Q |



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরার আশাশুনিতে ট্রাক ও ফেন্সিডিলসহ আটক তিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ