Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজি থাকলে দু’জনকে নিয়েই ঘর বাঁধতে চান রাজমিস্ত্রিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

নিজেদের প্রেমকে ফিরে পেতে চাইছেন পেশায় দুই রাজমিস্ত্রি শেখর রায় এবং শুভজিৎ দাস। শুধু ফিরে পাওয়াই নয়, তাদের প্রণয়কে আইনি পথে পরিণতি দেয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন তারা। বালির দুই গৃহবধূ এবং এক শিশুকে অপহরণের মামলায় গত ৩০ ডিসেম্বর জামিন পেয়েছেন শেখররা। বৃহস্পতিবার হাওড়া আদালতে এসেছিলেন দুজনেই। আদালত চত্বরে দাঁড়িয়ে তারা বলেন, ‘রাজমিস্ত্রি বলে কি আমরা মানুষ নই! আমাদের কি মন নেই! আমরাও তো ভালবাসতে পারি! শেখর এবং শুভজিৎ জানিয়েছেন অনন্যা এবং রিয়া দুজনকেই ভালবাসেন তারা দুজনে। যদি ওই দুই গৃহবধূ চান তা হলে তাদের সাথে সংসার পাততেও রাজি। তবে পুরো আইনি প্রক্রিয়া মেনেই তা হবে। গত বছরের ১৫ ডিসেম্বর নিজের সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে যান বালির নিশ্চিন্দা থানার কর্মকার পরিবারের বধূ রিয়া। সাথে ছিলেন তার জা অনন্যা। বেশ কয়েক দিন নিখোঁজ থাকার পর পুলিশ জানতে পারে বাড়িতে কাজ করতে আসা দুই রাজমিস্ত্রির সাথে ঘর ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন কর্মকার পরিবারের ওই দুই বধূ। পরে ফেরার পথে তাদের চার জনকে আসানসোল স্টেশন থেকে আটক করে পুলিশ। পরে দুই রাজমিস্ত্রিকে গ্রেফতার করে রিয়া ও অনন্যাকে পুলিশ ছেড়ে দেয়। তবে তাদের আর ‘ঠাঁই’ হয়নি শ্বশুরবাড়িতে। শেষমেশ তারা বাপেরবাড়িতে ওঠেন। রাজমিস্ত্রিদের আইনজীবী শীর্ষ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ওই দুই গৃহবধূ স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। পুলিশ চূড়ান্ত রিপোর্ট দেয়ার পরেই রাজমিস্ত্রিদের জামিন দেয়া হয়। এখন রিয়া এবং অনন্যাকে বিয়ে করতে চাইছেন শেখররা। তবে আইনি প্রক্রিয়া মেনেই ওদের সাথে সংসার করতে চাইছেন শেখররা। রাজমিস্ত্রিদের আরো এক আইনজীবী তারক বাগানি বলেন, দু’জনের বিরুদ্ধে অপহরণের মামলা করা হয়েছিল। কিন্তু অনন্যা এবং রিয়া জানিয়েছেন তারা স্বেচ্ছায় গিয়েছেন। পুলিশ চূড়ান্ত রিপোর্ট দেয়ার পরই শেখর এবং শুভজিৎকে জামিন দেয়া হয়েছে। রাজমিস্ত্রিরা তার প্রণয়ের পরিণতির ইচ্ছাপ্রকাশ করলেও রিয়া এবং অনন্যা তাদের সেই প্রস্তাবে রাজি হন কি না তা এখনো জানা যায়নি। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ