Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফের তিন ভূখণ্ডের দাবি উঠল নেপালে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২২, ৪:৪২ পিএম

তিন ‘বিতর্কিত’ ভূখণ্ড কালাপানি, লিম্পিয়াধুরা এবং লিপুলেখ নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিল নেপাল। সেই বরফ গলে ফের স্বাভাবিক হয়েছে দু’দেশের সম্পর্ক। এ বার সেই ভূখণ্ড ভারতের থেকে ছিনিয়ে নেওয়ার ডাক দিল নেপাল কমিউনিস্ট পার্টি।

সদ্য শেষ হওয়া এক সপ্তাহব্যাপী অষ্টম সাধারণ সম্মেলনে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নেপাল কমিউনিস্ট পার্টি। আর কয়েক দিন পরেই ভারত সফরে যাওয়ার কথা নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার। এখন জমি বিতর্কে কমিউনিস্ট পার্টির অনড় মনোভাব তাৎপর্যপূর্ণ, দাবি কূটনীতিকদের।

ওই সম্মেলনে ছিলেন কেন্দ্রীয় কমিটির ২৩৬ জন সদস্য। পার্টির চেয়ারম্যান পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ডের উপস্থিতিতেই এই সিদ্ধান্ত হয়। গত সোমবার এক বিশেষ সভায় সাত সদস্যের উপস্থিতিতে ‘দ্য পাথ টু সোশ্যালিজ়ম ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ নামে এক রিপোর্ট পেশ করেন প্রচণ্ড। বুধবার তাতে কয়েকটি বিষয় যুক্ত করার দাবি জানানো হয়।

রিপোর্টে বলা হয়, পার্লামেন্টে পাশ হওয়া পূর্ণাঙ্গ মানচিত্রকে গুরুত্ব দিতে হবে। এ-ও বলা হয়, ১৯৫০ সালে ভারত-নেপাল চুক্তি রদ করে নতুন করে চুক্তি করতে হবে। যাতে উভয় পক্ষই লাভবান হয়। সূত্র: এবিপি।



 

Show all comments
  • Ashish verma ৭ জানুয়ারি, ২০২২, ১১:২০ পিএম says : 0
    India illegally occupied many land territories that belongs to other countries. India is not complying with treaties they made during separation from British. Kashmir, Assam, tripura, are the major ones
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপাল

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ