Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লির চাঁদনি চক বাজারে আগুন, বহু দোকান ছাই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৪৭ এএম

বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগে চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে। বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

লালকেল্লার ঠিক উল্টোদিকেই চাঁদনী চক। পুরনো দিল্লির এই প্রাচীন এলাকায় একদিকে যেমন রয়েছে বেশ কিছু হেরিটেজ ভবন, আবার এই এলাকা রাজধানীর অন্যতম প্রধান ব্যবসায়িক কেন্দ্র। সেই চাঁদনি চকের লাজপত রাই মার্কেটে ভোর পৌনে পাঁচটা নাগাদ ভয়াবহ আগুনলাগে।

খবর পেয়েই সেখানে পৌঁছায় ১২টি দমকল। ততক্ষণে স্থানীয় মানুষ আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। লাজপত রাই মার্কেটে ইলেকট্রিক সামগ্রীর দোকান বেশি।

চাঁদনি চক এমনিতেই খুব ঘিঞ্জি এলাকা। সেখানকার বাজারগুলিতেও ছোট জায়গায় প্রচুর দোকান রয়েছে। একেকটা বাজারে একেক ধরনের জিনিস পাওয়া যায়। কোনোটা ইলেকট্রিক সামগ্রীর দোকান, কোনোটা পোশাকের বাজার, কোনোটা জুতোর, কোনোটা চশমার ফ্রেমের। সবগুলিই মূলত পাইকারি দোকান। সেই সঙ্গে চাঁদনি চক প্রসিদ্ধ তার খাওয়া-দাওয়ার জন্য। এখানকার চাট, পরোটা, মোগলাই খাবার এবং মিষ্টি খুবই প্রসিদ্ধ।

এদিন চাঁদনির বাজারে কেন আগুন লাগলো তা এখনো জানা যায়নি। তবে আগুনে প্রচুর ছোট দোকান ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। সূত্র: পিটিআই, এএনআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ