Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীরা স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ করেছে

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১০:৪৫ এএম

বান্দরবান সদর উপ‌জেলার রাজ‌বিলায় স্ত্রী‌কে ধারা‌লো অস্ত্র দিয়ে হত‌্যা ক‌রে স্বামী‌কে অপহ‌রণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘ‌টে

নিহতের নাম সিংয়ানু মারমা (৩০)। তার অপহৃত স্বামীর নাম রেথোয়াই মারমা (৪০)। তা‌দের বা‌ড়ি রাজ‌বিলার থংজমা পাড়ায়।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে ৫-৬ জ‌নের এক‌টি অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসী দল থংজমা পাড়ার রেথোয়াই মারমার বা‌ড়ি‌তে ঢু‌কে তা‌কে অস্ত্রের মু‌খে অপহরণ ক‌রে নি‌য়ে যে‌তে চাইলে তার স্ত্রী বাঁধা দেয়। এসময় তারা তাকে ধারালো ছু‌রি দি‌য়ে হত‌্যা ক‌রে স্বামী‌কে অপহরণ ক‌রে নি‌য়ে যায়। সন্ত্রাসীরা পাহাড়ী সংগঠন এমএলপি’র স‌ক্রিয় সদস‌্য ব‌লে ধারনা কর‌ছে স্থানীয়রা। বান্দরবান সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক পিএসসির নির্দেশে সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মইনুল হকের পক্ষ থেকে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, একজন‌কে হত‌্যা ও একজন‌কে অপহর‌ণের খবর শু‌নে‌ছি। ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। হত‌্যা ও অপহর‌ণের মূল কারণ এখ‌নো জানা যায়‌নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ