প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি মাহি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, অনেকটা ক্লান্ত দেহে শুয়ে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার হাতে লাগানো স্যালাইনের ক্যানোলা। বোঝা যাচ্ছে, তিনি অসুস্থ। আর মাহির পাশে নামাজ পড়ছেন রাকিব। অন্য একটি ছবিতে শয্যাশায়ী মাহিকে ফুল দিচ্ছেন। মাহির অসুস্থতার কারণ জানা না যাওয়ায় গুঞ্জন চাউর হয়, মা হচ্ছেন মাহি।
এদিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই গুঞ্জন উসকে দিয়েছিলেন মাহি নিজেই। ফেসবুকে স্ট্যাটাসে মাহি লিখেন, ‘এখনও আমি সেই স্পর্শটা অনুভব করতে পারছি। আমি দেখতে পাচ্ছি তুমি ঘুমিয়ে আছো।’ এর আগে ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন মাহি। ক্যাপশনে লেখেন, ‘এবং এখানে আমার নতুন বছরের ছবি, আলহামদুলিল্লাহ, রাকিব সরকার।’
এরপর থেকেই গুঞ্জন আরও জোরাল হয়, মা হতে চলেছেন মাহি। নতুন বছরে নতুন অতিথি আসতে চলেছে মাহি-রাকিবের সংসারে।
তবে মাহিয়া মাহি জানিয়েছেন, এ তথ্য সঠিক নয়। মা হওয়ার গুঞ্জনের মধ্যেই হাসপাতাল (কক্সবাজার) থেকে বাসায় ফিরেছেন। বাসায় ফিরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘গুঞ্জনটি সত্য নয়। আমার ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে। গতকাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছি, ভালো আছি আমি।’
গত বছরের নভেম্বর মাসে গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। নভেম্বরের মাঝামাঝিতে স্বামীকে নিয়ে সউদী আরবে গিয়ে ওমরাহ করে আসেন মাহি।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা। সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন মাহি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।