Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও জুটি বাঁধলেন নিরব-স্পর্শিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১১:৫১ এএম

গত বছর একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনার পরিচালনায় ‘ফিরে দেখা’ নামে একটি সিনেমাতে জুটি বাঁধেন নিরব হোসেন ও অর্চিতা স্পর্শিয়া। সরকারি অনুদানপ্রাপ্ত সে সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এরই মাঝে ‘জলকিরণ’ শিরোনামের আরও একটি সিনেমাতে জুটি বাঁধলেন নিরব-স্পর্শিয়া। সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় এইচ আর হাবিব পরিচালিত এই সিনেমার ফার্স্টলুক উন্মোচন করা হয়েছে৷

‘জলকিরণ’ প্রসঙ্গে এইচ আর হাবিব বলেন, “একটু ভিন্নধর্মী আমেজ আনতে আমরা ‘জলকিরণ’ সিনেমাটি তৈরি করতে যাচ্ছি। এর ইংরেজি নাম হবে ‘ওয়েট রেডিয়েন্স’। শিশু-কিশোরসহ সব শ্রেণির দর্শকদের জন্যই এই সিনেমা নির্মিত হতে যাচ্ছে। আমরা সায়েন্স ফিকশন বলতে ভাবগাম্ভীর, নাশ-বিনাশ বা যুদ্ধজয়ের গল্প দেখি। এই ছবি সায়েন্স ফিকশন চলচ্চিত্রের প্রচলিত ধারার বাইরে। মূলত কমেডি ঘরানার ছবি ‘জলকিরণ’।”

বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি নির্ভর ‘জলকিরণ’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন এইচ আর হাবিব। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

নিরব বলেন, ‘বেশ অভিনব ভাবনার একটি গল্প। সময়োপযোগী প্রচেষ্টা বলা যায়। এখানে দর্শক একদম অন্যরকম একটা ফ্লেভার পাবেন। চরিত্রগুলোর মধ্যে আকর্ষণ আছে। অপেক্ষা করছি শুটিং শুরু করার।’

স্পর্শিয়া বলেন, ‘সবসময় চেষ্টা করি ব্যতিক্রমী কিছু চরিত্রে কাজ করতে৷ এবারেও তেমন একটি চরিত্র পেয়েছি৷ এ দেশের দর্শকের জন্য নতুন একটা ফিলোসফি নিয়ে আসবে সিনেমাটি৷ আশা করছি সবাই মিলে একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’

‘জলকিরণ’ সিনেমাটিতে আরও অভিনয় করবেন নওশাবা, সৈয়দ হাসান ইমাম, আরমান পারভেজ মুরাদ, রাশেদ মামুন অপু, প্রণব দাশ, গ্রেজিলা রশীদসহ অনেকে।

জানা গেছে, ‘জলকিরণ’ প্রযোজনা করছেন কে এফ বেংগল আর এন্ড ডি। প্লাজমা বিজ্ঞানী মোসফেক রশীদের তত্ত্বাবধানে হতে যাচ্ছে এই চলচ্চিত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ