Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কামড়ে শিশুকে টেনে নিল কুকুরের দল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

চার বছর বয়সী এক শিশু বাড়ির সামনে খেলছিল। হঠাৎ তাকে আক্রমণ করে বসে এক পাল কুকুর। মেয়েটিকে শুধু কামড় দিয়েই ক্ষান্ত হয়নি তারা। একযোগে মেয়েটিকে আক্রমণ করে টেনে নিতে থাকে কুকুরের দল। সেই ভিডিও ধরা পড়েছে সিসিটিভিতে। ভারতের মধ্য প্রদেশের ভোপালে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী শিশুর বাবা ভোপালের ব্যাগ সেওয়ানিয়া এলাকার একজন দিনমজুর। শিশুটি বাড়ির সামনে খেলার সময় চার/পাঁচটি কুকুর তাকে তাড়া করে। সে রাস্তায় পড়ে গেলে কুকুরের দল তার মাথা, পেট ও পায়ে কামড় দিতে থাকে। এ সময় মেয়েটিকে মাটিতে ফেলে কুকুরগুলো টেনে নিতে থাকে। এ সময় এক পথচারী এসে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। শিশুটি বেশ কয়েক জায়গায় আঘাত পেয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভোপালে ভবঘুরে কুকুর স্থানীয়দের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বছর, সাত বছর বয়সী এক মেয়েকে তার মায়ের উপস্থিতিতেই একইভাবে একদল ভবঘুরে কুকুর আক্রমণ করেছিল। ২০১৯ সালে ছয় বছর বয়সী এক ছেলে তার মায়ের সামনেই ভবঘুরে কুকুরের আক্রমণে নিহত হয়। ভোপালে এক লাখের বেশি ভবঘুরে কুকুর আছে বলে প্রতিবেদনে জানা গেছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ