মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলের উপকূলীয় প্রদেশ গোয়া’র একটি পর্যটন কেন্দ্রে জনস্রোত দেখা গেছে। সংবামাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ কথা জানানো হয়। বাগা সৈকতসংলগ্ন সড়কে হাজার হাজার মানুষ হাঁটাহাঁটি করছেন এমন একটি ভিডিও পোস্ট করে হ্যারম্যান গোমেজ নামের একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘কোভিডের ঢেউয়ে রাজকীয় অভিনন্দন। এসব লোকজনের বেশির ভাগই পর্যটক।’ বড়দিন থেকে শুরু করে নববর্ষ উপলক্ষ্যে ডিসেম্বরের শেষের দিকে গোয়া’র ওই সমুদ্র সৈকতে অস্বাভাবিক পর্যটকের উপস্থিতির ভিডিও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। করোনার নতুন ভ্যারিয়্যান্টের সংক্রমণবৃদ্ধির ফলে বাড়তি কড়াকড়ি আরোপ করা হলেও হাজার হাজার মানুষ সৈকতে ভিড় জমিয়েছে। হোটেল, রেস্তোরাঁ ও ক্যাসিনোগুলোতে শুধু কোভিড টিকার সনদধারী অথবা করোনা নেগেটিভের সনদধারীরাই প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে ভারত সরকার। এদিকে, গত ২৪ ঘণ্টায় গোয়ায় ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।