প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্যাট্রিক পারের ‘দ্য সেমিনারিয়ান : মার্টিন লুথার কিং জুনিয়র কামস অফ এইজ’ বইয়ের চলচ্চিত্র, টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছেন লরেন্স ‘ল’ ওয়াটফোর্ড। এটি পোর্টাল জানিয়েছে ওয়াটফোর্ড তার টাইলার স্ট্রিট ফিল্মস জ্যাক ম্যানিং থ্রি এবং টিফানি এল বার্জেস জীবনী গ্রন্থটিকে একটি টিভি সিরিজে রূপান্তরিত করবে। পারের বইটি ২০১৮তে প্রকাশিত হয়। এতে মার্টিন লুথার কিং জুনিয়রের পেনসিলভেনিয়াতে অবস্থিত ক্রোজার থিওলজিকাল সেমিনারির ছাত্র জীবনকে তুলে ধরা হয়েছে। এটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটির পুষ্টিবিদের কন্যা বেটি ময়েটজের সঙ্গে লুথার কিংয়ের রোমান্সের বিষয়টি গুরুত্ব পেয়েছে। উল্লেখ্য, বেটি একজন শ্বেতাঙ্গ নারী। আমি বরাবর সেই কাহিনীর প্রতি আকৃষ্ট হয়ে এসেছি যাতে একটি একমুখী ভাব আছে। তাই প্রথম আমি যখন ড, কিং আর বেটির প্রেমের কথা জানতে পারি আমি রোমাঞ্চিত হয়েছি। আমি মনে করি, সবাইই তাই হবে। পরিচালক-চিত্রনাট্যকার জানান, এই কাহিনীতে ড. কিংয়ের একান্ত জীবন নিয়ে যেহেতু আনা হয়েছে তাই সাধারণ মানুষ তাদের হিরোকে একজন সাধারণ মানুষ হিসেবেও যাচাই করতে পারবে। আমাদের হিরোরা পুনর্গঠনের যুগে আমাদের কী করে ভাবিত করেছে তা আমরা জানি, তবে আমরা অনেক ক্ষেতেই নিখুঁত বর্ণনা পাই না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।