Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে শুরু হচ্ছে পাঁচ তরুণীর টিভি সিরিজ সুপার গার্লস

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : টয়া, নাদিয়া, সাফা কবির, কেয়া রহমান ও অন্বেষা- বিনোদন অঙ্গনের এই পাঁচ তরুণীকে নিয়ে নির্মিত নতুন টিভি সিরিজ ‘সুপার গার্লস’ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজটি শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ১১টায় প্রচার হবে জিটিভিতে। পাশাপাশি ৬ দিনে দেখানো পর্বগুলো একত্রে টেলিছবি হিসেবে প্রচার হবে শুক্রবার রাত ৮টায়। ‘সুপার গার্লস’ সিরিজের গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভারতীয় টিভি নাটকের অভিনেত্রী ও চিত্রনাট্যকার প্রিয়া ওয়াল। পরিচালনা করেছেন বাংলাদেশের পরিচালক তানিম রহমান অংশু। বেশ বড় আয়োজন নিয়ে নির্মিত হয়েছে ‘সুপার গালর্স’। মুম্বাই থেকে ইংরেজিতে চিত্রনাট্য পাঠাচ্ছেন প্রিয়া ওয়াল। এরপর সেই চিত্রনাট্যকে বাংলায় অনুবাদ করছেন অন্তু। শূটিংয়ে যাওয়ার আগে চূড়ান্ত চিত্রনাট্য দেখে দিচ্ছেন গাউসুল আজম শাওন। নাটকটির প্রযোজক ও নির্বাহী প্রযোজক শাহরিয়ার শাকিল। এছাড়াও ফার্ণিচার স্পন্সর করেছে হাতিল, টাইটেল স্পন্সর হিসেবে আছে ইউনিলিভারের লাক্স ও গ্রামীণফোন।’ ‘সুপার গার্লস’ সিরিজে এই পাঁচ তরুণী অভিনয় করেছেন তাদের নিজেদের নামে। টয়া অভিনয় করেছেন অভিনেত্রীর ভ‚মিকায়। মধ্যবিত্ত পরিবারের এই মেয়েটিকে অভিনেত্রী হওয়ার জন্য প্রচুর সংগ্রাম করতে দেখা যায়। কেয়াকে সবাই সঙ্গীতশিল্পী হিসেবে চেনেন, তিনি ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মধ্যে দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন। এই সিরিজের মধ্যে দিয়ে তার অভিনয়ে অভিষেক হচ্ছে। তিনি অভিনয় করেছেন সঙ্গীতশিল্পীর ভ‚মিকায়। মডেল অভিনেত্রী সাফা কবিরকে দেখা যাবে টিভি উপস্থাপকের ভ‚মিকায়। লাক্স সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়া নাদিয়া অভিনয় করেছেন মডেলের ভ‚মিকায়। অন্যদিকে অন্বেষা অভিনয়ে নতুন হলেও ‘সুপার গার্লস’ সিরিজে তিনি অভিনয় করেছেন বাস্কেটবল খেলোয়াড়ের চরিত্রে। ব্যক্তিজীবনেও তিনি এই খেলায় পারদর্শী। পরিচালক তানিম রহমান অংশু বলেন, ‘এটি অন্য টিভি সিরিজগুলোর চেয়ে পুরোপুরি আলাদা। একটি প্রপার টিভি সিরিজের জন্য যে ধরণের প্রস্তুতি দরকার তার পুরোটাই নেয়া হয়েছে। নাটকটির চিত্রনাট্য পাওয়ার পর প্রতিটি চরিত্রের সঙ্গে মিল করে ‘সুপার গালর্স’ নাটকের শিল্পী নির্বাচন করা হয়েছে। শিল্পীদের নিয়ে নাটকটির মহড়াও করা হয়েছে। নাটকের জন্য আলাদা করে নাটকের মূল ৫ অভিনয় শিল্পীদের ফটোসুটও করা হয়েছে। পাশাপাশি আমরা নতুন তিনটি স্থানে নাটকটির সেট তৈরি করে কাজ করছি। ফলে বলা যেতে পারে অন্য আট দশটা নাটকের চেয়ে এটি একেবারেই আলাদা।’ এটি যৌথ ভাবে প্রযোজনা করছে গ্রæপ এম এবং আলফা-আই মিডিয়া প্রোডাকশন্স লিমিটেড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ থেকে শুরু হচ্ছে পাঁচ তরুণীর টিভি সিরিজ সুপার গার্লস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ