Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিগগিরই শেষ হচ্ছে ‘প্রথমা কাদম্বিনী’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অবিভক্ত বাংলার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জীবন নিয়ে ভারতের দুই প্রতিদ্বন্দ্বী টিভি চ্যানেল ধারাবাহিক প্রচার শুরু করে প্রায় একই সঙ্গে। এর মধ্যে উষসী রায় অভিনীত জি বাংলার ‘কাদম্বিনী’ সন্তোষজনক টিআরপি অর্জন করতে না পারায় বেশ আগেই বন্ধ হয়ে গেছে। অবশেষে সোলাঙ্কি রায় অভিনীত স্টার জলসার ‘প্রথমা কাদম্বিনী’ও শেষ হতে যাচ্ছে অচিরে। ধারাবাহিকটির ইউনিক কয়েকদিন আগে তাদের কাজ গুটিয়ে এনেছে। ধারাবাহিকটি শেষ হবার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। এই সিরিয়ালে দ্বারকানাথ গাঙ্গুলীর ভূমিকা রূপায়ণকারী হানি বাফনা এরই মধ্যে ‘গ্রামের রাণী বীণাপাণি’তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। অ্যান মেরি টম এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন। গত বছর মার্চে ‘প্রথমা কাদম্বিনী’ যাত্রা শুরু হয় মেঘান চক্রবর্তীকে বিনি ওরফে শিশু কাদম্বিনীর ভূমিকায় নিয়ে। বিনির মা-বাবার ভূমিকায় ছিলেন বিদীপ্তা চক্রবর্তী এবং অনিমেষ ভাদুড়ি। অন্যান্য ভূমিকায় অভিনয় করেন ভাস্বর চ্যাটার্জি, শ্রীতমা ভটচায্যি, রাহুল দেব বোস এবং আরও অনেকে। পায়েল দে এবং দিয়া মুখার্জি ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ‘প্রথমা কাদম্বিনী’র কিছুদিন পর জি বাংলার ‘কাদম্বিনী’র প্রচার শুরু হয় উষসী রায় এবং মনোজ ওঝাকে নিয়ে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ