Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ তরুণীর টিভি সিরিজ সুপার গার্লস

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মুমতাহিনা চৌধুরী টয়া, নাদিয়া আফরিন মিম, সাফা কবির, কেয়া রহমান ও অন্বেষা- এই পাঁচ অভিনেত্রীকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন টিভি সিরিজ ‘সুপার গার্লস’। তাদের প্রত্যেকেই তারা নিজ নামে অভিনয় করছেন। এই সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভারতীয় টিভি অভিনেত্রী ও চিত্রনাট্যকার প্রিয়া ওয়াল। পরিচালনায় তানিম রহমান অংশু। ‘সুপার গার্লস’ ধারাবাহিক নাটকে টয়া অভিনয় করেছেন একজন অভিনেত্রীর ভ‚মিকায়। কেয়াকে সবাই সঙ্গীতশিল্পী হিসেবে চেনেন। তিনি ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মধ্যে দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এই সিরিজের মধ্যে দিয়ে তার অভিনয়ে অভিষেক হচ্ছে। এতে তাকে দেখা যাবে একজন সঙ্গীতশিল্পীর ভ‚মিকায়। মডেল অভিনেত্রী সাফা কবিরকে মডেলিংয়ে বেশি দেখা গেলেও এই সিরিজে তিনি অভিনয় করছেন টিভি উপস্থাপকের ভ‚মিকায়। লাক্স সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়া নাদিয়াকে দেখা যাবে মডেলের ভ‚মিকায়। অন্যদিকে অন্বেষা অভিনয়ে নতুন হলেও ‘সুপার গার্লস’ সিরিজে তিনি অভিনয় করেছেন বাস্কেটবল খেলোয়াড়ের ভ‚মিকায়। ব্যক্তিজীবনেও তিনি এই খেলায় পারদর্শী। জানা গেছে, বেশ বড় আয়োজন নিয়ে শুরু হয়েছে ‘সুপার গালর্স’। মুম্বাই থেকে ইংরেজিতে চিত্রনাট্য পাঠাচ্ছেন প্রিয়া ওয়াল। এরপর সেই চিত্রনাট্যকে বাংলায় অনুবাদ করছেন অন্তু। শুটিংয়ে যাওয়ার আগে চূড়ান্ত চিত্রনাট্যের দেখভাল করছেন গাউসুল আজম শাওন। এই সিরিজটির সূচনাসঙ্গীত নিয়ে কাজ করছেন জনপ্রিয় ব্যন্ডদল চিরকুট। পরিচালক তানিম রহমান অংশু জানিয়েছেন, ‘একটি প্রপার টিভি সিরিজের জন্য যে ধরনের ট্রিটমেন্ট দরকার তার পুরোটা করার চেষ্টা করেছি। যে কারণে এটি অন্য টিভি সিরিজগুলোর চেয়ে আলাদা। নাটকটির চিত্রনাট্য পাওয়ার পর প্রতিটি চরিত্রের সঙ্গে মিল করে ‘সুপার গালর্স’ নাটকের শিল্পী নির্বাচন করা হয়েছে। এটি প্রযোজনা করছে আলফা-আই মিডিয়া প্রোডাকশন্স লিমিটেড। প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, ‘টিভি নাটকের নতুনত্বে বিশ্বাস করে ‘আলফা আই মিডিয়া প্রোডাকশন’। এ কারণেই আমরা চেষ্টা করছি নতুন নতুন গল্প নিয়ে ভিন্ন মাত্রার টিভি নাটক নির্মাণের। আর সেই লক্ষেই টিভি সিরিজ ‘সুপার গার্লস’। এপ্রিলের শুরুতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জিটিভিতে সপ্তাহে ৬ দিনে ৬টি পর্ব প্রচার হবে। পাশাপাশি সপ্তমদিনে পুরো গল্পটি একত্রে প্রচার হবে বলে জানিয়েছেন নাটকটির প্রযোজক শাহরিয়ার শাকিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচ তরুণীর টিভি সিরিজ সুপার গার্লস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ