Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন হাফিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১:৪৩ পিএম

পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন৷
আজ সোমবার লাহোরে এক সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার বিষয়টি নিশ্চিত করেন এই কিংবদন্তি।

২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পাকিস্তানের প্রফেসরকে।

১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ৩৯২ ম্যাচ খেলেছেন হাফিজ। করেছেন ১২ হাজার ৭৮৯ রান৷ তাছাড়া বোলিংয়েও সমান পারদর্শী ছিলেন তিনি। ক্যারিয়ারে সব মিলিয়ে তুলে নিয়েছেন ২৫৩ উইকেট। ২০০৩ সালে অভিষেক হওয়ার পর খেলেছেন ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে আর ১১৯ টি-টোয়েন্টি।

লাহোরে সংবাদ সম্মেলনে নিজের অবসর নেয়ার বিষয়ে হাফিজ বলেন, ‘আমি পাকিস্তানের হয়ে খেলেছি শুধুমাত্র গৌরবের জন্য। আমার কোন লোভ ছিল না। আমি শুধুই গৌরবের জন্য খেলেছি৷ আমার কোন প্রকারের দুঃখ নেই। আমি আমার ক্যারিয়ার নিয়ে পুরোপুরি সন্তুষ্ট।’

’বিষয়টি এমন নয় যে, আমার শরীর আর দিচ্ছে না তাই অবসর নিলাম। আমি ইচ্ছে করলে পরের বিশ্বকাপে খেলতে পারতাম। কিন্তু নিজেই অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দল যদি ভবিষ্যতে কোন সাফল্য পায়৷ সে সাফল্য আমারও হবে।’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পাকিস্তান সুপার লিগ ও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলা চালিয়ে যাবেন হাফিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফিজ

২৯ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ