Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজের জামিনলাভ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২১, ৭:১৮ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর (অব:) মোঃ হাফিজ উদ্দিন আহমেদ-বীর বিক্রম বরিশালের সাইবার ট্রাইব্যুনাল থেকে লাভ করেছেন। মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক ২০১৮ সালের নির্বাচনকালীন সময়ে দায়ের করা সাইবার ক্রাইম আইনের মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেন।

মেজর অব. মোঃ হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন সাংবাদিকদের জানান, রাষ্ট্র ও আসামী পক্ষের বক্তব্য শুনে এবং বয়স বিবেচনায় আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর করেছেন।

২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলা জেলার লালমোহন থানার বদর-পুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফরিদুল হক বাদী হয়ে মোট ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, ২ নম্বর আসামী একই এলাকার মো. বাবুল হাওলাদারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন হাফিজ উদ্দিন। ওই ফোনালাপে আপত্তিকর কথাবার্তা ছিল। যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের চেষ্টা করা হয়েছে। বিষয়টি পরবর্তীতে গণমাধ্যমে প্রচারিত হয়। এ ঘটনার প্রতিকার চেয়ে ফরিদুল হক পরে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

মামলায় হাজিরা দিতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. মোঃ হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) সাংবাদিকদের বলেন, দেশে বিচার বিভাগের স্বাধীনতা না থাকায় বিএনপি মামলায় মামলায় এখন পর্যুদস্ত। বর্তমান সরকার একটি মামলাবাজ সরকার। তারা প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ মামলা দায়ের করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও দৃঢ়ভাবে জানিয়েছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোঃ হাফিজ উদ্দিন আহমেদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ