নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের সেমিফাইনালে জায়গা করে নিলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে মোহামেডান ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার আরাফাত হোসেনের আত্মঘাতি গোলে মোহামেডান এগিয়ে গেলে তাদের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার শাহরিয়ার ইমন। চট্টগ্রাম আবাহনীর পক্ষে এক গোল শোধ দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড থ্যাংকগড। মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপে গ্রæপ পর্ব থেকেই ছিটকে পড়লেও সেই ব্যর্থতা পেছনে ঠেলে ফেডারেশন কাপের শেষ চারে ঠিকই জায়গা করে নিয়েছে সাদাকালোরা।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়ার চেষ্টা করে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। ২ মিনিটেই এগিয়ে যেতে পারতো মোহামেডান। এসময় ডান দিক থেকে ওবি মনেকের নিচু ক্রস সুলেমানে দিয়াবাতে ও শাহেদ মিয়া দুজনই বল নিয়ন্ত্রণ নিতে গিয়ে তালগোল পাকিয়ে নষ্ট সুযোগ করেন। এরপর অবশ্য মাঝমাঠেই বল ঘোরাফেরা করেছে। তবে ৩৫ মিনিটে হঠাৎই যেন ম্যাচে প্রাণ ফিরে আসে। এসময় পোস্ট ছেড়ে বেরিয়ে প্রায় ৪০ গজ দূরে এসে হাত দিয়ে বল ঠেকিয়ে চট্টগ্রাম আবাহনীর আক্রমণ নস্যাৎ করে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসাইন। তবে রেফারি ফাউলের বাঁশি বাজালেও সুজনকে লাল কার্ডের বদলে হলুদ কার্ড দেখান। এতে চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা প্রতিবাদ জানালেও রেফারি তার সিদ্ধান্তে অটল থাকেন।
একটু পরই রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে ম্যাচ কমিশনার সুজিত কুমার ব্যানার্জির কাছে আবেদন জানাতে প্রেস বক্সে চলে আসেন চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ। ক্ষোভও প্রকাশ করেন তিনি। সুজিত ভিডিও দেখে পরে ‘বিষয়টি দেখার’ প্রতিশ্রæতি দিয়ে পরিস্থিতি সামাল দেন। নানা ঘটনায় গোলশূন্য প্রথমার্ধ শেষ হলে বিরতির পর আসে তিনটি গোল।
ম্যাচের ৬৫ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। অনিক হোসেনের ছোট পাসে বক্সের ভেতর থেকে শাহেদের প্লেসিং শট আরাফাত হোসেনের পা ছুঁয়ে জালে জড়ায় (১-০)। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। চট্টগ্রামের গোলরক্ষক সাইফুল ইসলামের পাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি ডিফেন্ডার কামরুল। বলের দিকে ছুটে আসেন মোহামেডানের শাহরিয়ার ইমন। তাড়াহুড়ো করে কামরুল ক্লিয়ার করতে শট নিয়েছিলেন, কিন্তু বল ইমনের পায়ে লেগে চোখের পলকে জালে আশ্রয় নেয় (২-০)। ম্যাচের ৯০ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড থ্যাঙ্কগড হেডে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হারের গøানি নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী (১-২)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।