Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসুন্ধরা-পুলিশ লড়াই শুক্রবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ৮:৩৯ পিএম

মৌসুম সূচক টুর্নামেন্ট ফেডারেশন কাপে দ্বিতীয়বারের মতো খেলছে বসুন্ধরা কিংস। অন্যদিকে নবাগত পুলিশ ফুটবল ক্লাবের এটা প্রথম আসর। দু’দলই চমক দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ইতোমধ্যে ফেডারেশন কাপের শেষ চারে জায়গা করে নিয়ে দু’দলই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে। শুক্রবার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা-পুলিশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

গেল মৌসুমে ফেডারেশ কাপে প্রথমবার অংশ নিয়েই ফাইনালে খেলেছিল বসুন্ধরা। তবে ঢাকা আবাহনীর কাছে ৩-১ গোলে হেরে আক্ষেপে পুড়তে হয়েছিল তাদের। এবার সেই আক্ষেপ ঘোচাতে চায় দলটি। ফেডারেশন কাপে এবার ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ২-০ গোলে হেরে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বসুন্ধরা। শেষ আটেও মুক্তিযোদ্ধার মতো দলের বিপক্ষে কঠিন লড়াই করতে হয়েছে তাদের। নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে সমতায় থাকা ম্যাচটিতে শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-১ গোলে জিতে শেষ চার নিশ্চিত করে বসুন্ধরা। তবে পুলিশ এখন পর্যন্ত যে রকম ছন্দে রয়েছে, তাতে গত আসরে রানার্সআপ হলেও এবার সেমিফাইনালের গন্ডি পার হওয়া কঠিনই হবে মনে করছেন ফুটবলবোদ্ধারা। যদিও বসুন্ধরার ট্রাম্পকার্ড হিসেবে দলে আছেন কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেস এবং আর্জেন্টিনার নিকোলাস দেলমন্তে। অন্যদিকে অভিষেক আসরে ঢাকা আবাহনীর বিপক্ষে বড় হার দিয়ে শুরু হলেও দ্বিতীয় ম্যাচে আরামবাগের বিপক্ষে ৩-১ গোলের বড় জয়ে ঘুরে দাড়ায় পুলিশ। আর শেষ আটে শক্তিশালী প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নবাগতরা। বসুন্ধরার বিপক্ষে তাদের লড়াইয়ে পুঁজি এনে দিতে পারেন আমেরিকান ফরোয়ার্ড রিভেরা সিডনি। কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে দু’গোল করা এই স্ট্রাইকার ফর্মের তুঙ্গে রয়েছেন। তাই আজ সেমিফাইনালে এই ্আমেরিকান ফুটবলারও হুমকি হয়ে উঠতে পারেন বসুন্ধরার জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেডারেশন কাপ

৩ জানুয়ারি, ২০২২
২১ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ