Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় বসত বাড়ি নদীগর্ভে

অপরিকল্পিতভাবে কুমার নদ খনন

আনোয়ার জাহিদ, ফরিদপুর থেকে : | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমার নদ খননের পর ভেঙে পড়তে শুরু করেছে নদের পাড়। এরই মধ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকার দুটি বসত বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এছাড়া নগরকান্দা সরকারি এম এন একাডেমি ভবন, থানা ভবন ও বাজারের কেন্দ্রীয় কালি মন্দির ভবনসহ পৌর বাজার এখন ঝুঁকিতে রয়েছে।

সরেজমিনে ঘুরে জানা গেছে, ফরিদপুর জেলা সদর থেকে ভাঙ্গা উপজেলা পর্যন্ত ৭৫ কিলোমিটার কুমার নদের পুনঃখননের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। কাজটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বেঙ্গল গ্রুপ বাস্তবায়ন করছে। কুমার নদ পুনঃখননের ফলে নগরকান্দা উপজেলা এলাকার কুমার নদের পাড়ের কিছু কিছু স্থানে ধস এবং ফাটল দেখা দিয়েছে। উপজেলার পাঁচকাইচাইল এলাকায় নদীর পাড়ে বসবাসরত আশরাফ মাতুব্বরের বসত বাড়ি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই এলাকায় সেলিম মিয়ার বসত ঘরের অধিকাংশ মাটি ধসে নদীর মধ্যে চলে গেছে। নদীর পাড়ে ঝুলন্ত অবস্থায় কিছু ঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন মুহূর্তে ঘর নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নগরকান্দা সরকারি এম এন একাডেমির নব নির্মিত ভবন, নগরকান্দা থানার নব নির্মিত ভবন, নগরকান্দা বাজারের কেন্দ্রীয় কালী মন্দিরের ভবন, একাধিক আবাসিক ভবনসহ পৌর বাজারের একাংশ ঝুঁকিতে রয়েছে। এখানে প্রায় দুইশত মিটার এলাকা নিয়ে বড় ধরনের ফাঁটল দেখা দিয়েছে। একাধিক স্থানে প্রায় ৩-৪ ফুট দেবে গেছে। নদীর পাড়ে বসবাসরত এলাকার বাসিন্দারা, কুমার নদের তীব্র ভাঙন আতঙ্কের মধ্যে দিয়ে দিন রাত পার করছেন।
ক্ষতিগ্রস্ত আশরাফ মাতুব্বর ইনকিলাবকে বলেন, আমার বসতবাাড়তে সামান্য ফাটল দেখা দেয়ায়, ভয় পেয়ে রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ির পাশে অন্যের ঘরে ঘুমিয়েছিলাম। মধ্য রাতে হুড়মুড় শব্দে উঠে দেখি আমার ঘর নদীর মধ্যে চলে গেছে। এখন আমি আমার শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে সরেজমিনে লোক পাঠিয়েছি। এটা সমাধানের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নদীগর্ভ

২৬ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২১
১১ অক্টোবর, ২০২০
৩০ সেপ্টেম্বর, ২০২০
১০ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ