মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে আবারও মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এবারও একটি অ্যাপের মাধ্যমে নারীদের অনুমতি না নিয়ে তাদের ছবি ব্যবহার করে নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
ভারতের দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমত আরা নামে এক সাংবাদিক এ নিয়ে মামলা করার পর তদন্ত করা হচ্ছে। এ ছাড়া মহারাষ্ট্রের এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদি জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।
একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুলি বাই নামের অ্যাপটি নিয়ে মুম্বাই পুলিশের সাইবার ইউনিট তদন্ত শুরু করেছে।
এর আগে সুল্লি ডিলস নামে একটি অ্যাপেও ভারতে মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর ওই অ্যাপেও নারীদের অনুমতি না নিয়েই তাঁদের ছবি ব্যবহার করা হয়েছিল। এবারও ওই অ্যাপ ক্লোন করে তৈরি করা হয়েছে বুলি বাই। এমন অ্যাপে কোনো ঘটনা না ঘটলেও নারীদের হয়রানি করার জন্যই খোলা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বলেছেন, সুল্লি ডিলস যেমন দেখিয়েছে, বুলি বাইও তেমনি মুসলিম নারীদের ছবি দেখাচ্ছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদ। এরই মধ্যে মাইক্রোসফটের সফটওয়্যার শেয়ারিং প্ল্যাটফর্ম গিটহাব থেকে বুলি বাই অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র : পিটিআই
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।