Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্বশুরবাড়িতে অশান্তি : ৩ সন্তান নিয়ে নদীতে ঝাঁপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

পারিবারিক অশান্তির জেরে তিন সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রেবিনা খাতুন নামের এক নারী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদীঘি থানার কাবিলপুর এলাকায়। শুক্রবার দুপুরের দিকে নদীর পাড় থেকে ওই নারীর এক মেয়েশিশুর লাশ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন মা ও তার দুই ছেলে সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের সাথে অশান্তির পর কাবিলপুরের বাসিন্দা রেবিনা খাতুন (২৬) সকালে তার তিন সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে দুপুরে ভাগীরথী নদীর তীর থেকে রেবিনার একমাত্র মেয়ে খাদিজা খাতুনের (৪) লাশ উদ্ধার হয়। সাগরদীঘি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। নিখোঁজ দুই ছেলের বয়স ৬ বছর ও ২৭ দিন। নিখোঁজ মা ও শিশুদের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে গোটা বিষয়টি নিয়ে এখনো থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। আজিজুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘শুনেছি ওই মহিলা সকাল ১০টার দিকে নিজের তিন ছেলেমেয়েকে নিয়ে ব্যাঙ্কের কিছু জরুরি কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। দ্য ওয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ