Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

এখন ঘরে বসেই দেখা যাচ্ছে ‘পদ্মাপুরাণ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১:১০ পিএম

যারা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি রাশিদ পলাশের সিনেমা ‘পদ্মাপুরাণ’, তাদের জন্য রয়েছে সুখবর। প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দুই মাসের মাথায় সিনেমা দেখার অ্যাপস ‘সিনেমাটি’কে মুক্তি পেয়েছে সিনেমাটি।

পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘এটা সিনেমার দর্শকদের জন্য এক ধরনের উপহারও বলতে পারেন। যারা হলে গিয়ে ছবিটি দেখতে পারেননি তারা এখন খুব সহজে ছবিটি দেখে নিতে পারবেন।’

‘পদ্মাপুরাণ’ মুক্তির মধ্যে দিয়েই যেন বাংলাদেশের সিনেমা হলগুলো আবারও নড়েচড়ে বসে। প্রাণ ফিরে পাচ্ছে ঝিমিয়ে পড়া প্রেক্ষাগৃহগুলো। গত ৮ অক্টোবর ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে মুক্তি পেয়েছিলো সিনেমাটি। এরপর বগুড়া, ফরিদপুর ও বরিশালেও মুক্তি পায়।

পদ্মাপাড়ের মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত ‘পদ্মাপুরাণ’ সিনেমাটির চিত্রনাট্য করেছেন রায়হান শশী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ ও সাদিয়া তানজিনসহ অনেকে। ‘পদ্মাপুরাণ’-এ পাঁচটি গান আছে, যা গেয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ