Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কি আছে মোদির নতুন ‘ব্লাস্টপ্রুফ’ গাড়িতে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১১:১২ এএম | আপডেট : ১১:১৪ এএম, ১ জানুয়ারি, ২০২২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য নতুন গাড়ি এসেছে। এখন থেকে তিনি মার্সিডিজ-মেবাক এস৬৫০ গাড়িতে চড়বেন। বিভিন্ন ফিচারে সাঁজোয়া এই গাড়ির আগে রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজারে চড়তেন মোদি।

ভারতের গণমাধ্যম সূত্র বলছে, মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ড গাড়িটি ভিআর-১০ স্তরের সুরক্ষাসহ সর্বশেষ ফিচার সমৃদ্ধ। ‘প্রোডাকশন গাড়ি’গুলোর মধ্যে এই মডেলটির নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ের। এই মডেলটির দাম ১২ কোটি রুপিরও বেশি হতে পারে।

মোদির নতুন গাড়িটি চকচকে কালো রঙের। গাড়ির কাচও কালো। মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ড গাড়িটি বুলেটপ্রুফ হওয়ার পাশাপাশি ব্লাস্টপ্রুফ। দুই কিলোমিটার দূরত্ব থেকে ১৫ কেজির বিস্ফোরণেও এই গাড়িটি উড়ে যাবে না। সেই ক্ষেত্রে গাড়ির বনেট উঠে যাবে।

আবার মাইন বিস্ফোরণের জন্য গাড়ির নিচে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। গাড়ির চারটি টায়ারই ‘ফ্ল্যাট’, অর্থাৎ, টায়ার পাংচার করেও দুর্ঘটনার কবলে ফেলা যাবে না গাড়িটিকে। নিরাপত্তার কথা ভেবে গাড়ির গতি নিয়ন্ত্রিত হবে ঘণ্টা প্রতি ১৬০ কিলোমিটারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ